ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

স্বস্তিতে জ্যাকুলিন

#

বিনোদন ডেস্ক

১৭ আগস্ট, ২০২৩,  10:53 AM

news image

প্রায় ২০০ কোটি রুপি তছরুপের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখর। আর্থিক তছরুপের ওই মামলায় সুকেশের সঙ্গে জড়িয়ে পড়েন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজও। এই ঘটনার দু’বছর কেটে গেলেও বারবার আদালতে চক্কর কাটতে হচ্ছে জ্যাকুলিনকে। বিদেশযাত্রার জন্য বারবার আদালতে আর্জিও জানাতে হয়েছে তাকে। এবার দিল্লির একটি আদালত অভিনেত্রীকে বিদেশ যাওয়ার অনুমতি দিল। তবে সেখানে জামিনের শর্তে কিছু রদবদল করা হয়েছে। ২০২২ সালের ১৫ নভেম্বর বিচারক শৈলেন্দ্র মালিক জ্যাকুলিনের জামিন মঞ্জুর করেন। তখন আদালতের নির্দেশ ছিল, বিদেশে যাওয়ার আগে জ্যাকুলিনকে বিশেষ অনুমতি নিতে হবে। কিন্তু এখন আদালত জানিয়েছে, একজন অভিনেত্রী তার কাজের জন্য বিদেশযাত্রা করতেই পারেন। তার জন্য আগাম অনুমতিতে অনেকটাই সময় নষ্ট হয়। ফলে তা কারও পেশার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। তাই আদালত জ্যাকুলিনের বিদেশযাত্রা মঞ্জুর করেছে। তবে বলা হয়েছে, বিদেশযাত্রার অন্তত তিন দিন আগে জ্যাকুলিনকে আদালত এবং ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)-এর কাছে তা জানাতে হবে। মামলার শেষ শুনানিতে বিচারক শৈলেন্দ্র মালিক বলেন, “এই পরিস্থিতিতে আগাম অনুমতি নেওয়া অনেক ক্ষেত্রে সময়সাপেক্ষ এবং তার ফলে কারও কাজও হাতছাড়া হতে পারে।” এর আগে একাধিকবার বিদেশযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জ্যাকুলিন। অভিনেত্রীর পক্ষ থেকে জানানো হয়েছিল, জামিনের শর্ত অনুযায়ী বিদেশযাত্রার অনুমতির জন্য তার আর্থিক ক্ষতি হচ্ছে। একের পর এক কাজ হাতছাড়া হচ্ছে।  ২০০৯ সাল থেকে কর্মসূত্রে ভারতে রয়েছেন ‘কিক ২’ খ্যাত শ্রীলঙ্কান এই অভিনেত্রী। সেই প্রসঙ্গ টেনেই আদালত বলেন, অভিনেত্রী ভারতীয় আইন অনুসারে সরকারকে কর প্রদান করেন এবং এখনও পর্যন্ত জামিনের কোনও অপব্যহার করেননি। তাই পেশাগত দায়বদ্ধতার কথা চিন্তা করেই অভিনেত্রীকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম