ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ২ দিন বন্ধ চাঁনখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যা: ট্রাইব্যুনালের রায় ২০ জানুয়ারি ২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তারেক রহমানের প্রত্যাবর্তনের কর্মসূচি জানাল বিএনপি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সেনা কর্মকর্তা রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

সাকিবের বিবর্ণ প্রত্যাবর্তন, তবে জয় পেয়েছে দল

#

স্পোর্টস ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২৫,  11:02 AM

news image

এমআই এমিরেটসের একাদশে টানা চার ম্যাচ পর ফিরলেও প্রত্যাবর্তনের ম্যাচটা রাঙাতে পারলেন সাকিব আল হাসান। তবে জয় নিয়ে ঠিকই মাঠ ছেড়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। আবুধাবি নাইট রাইডার্সকে ৩৫ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে এমআই এমিরেটস। জয়ের ম্যাচে ব্যাটে নামারই সুযোগ পাননি সাকিব। ৪ উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় তার সতীর্থরা। প্রথম ৪ ব্যাটারই পঁয়ত্রিশোর্ধ্ব ইনিংস খেললেও কেউই ফিফটি পাননি। সর্বোচ্চ ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন নিকোলাস পুরান। লক্ষ্য তাড়া করতে নামা নাইট রাইডার্সের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন সাকিব। শুরুটা ভালো হয় না তার। প্রথম বলেই তাকে ব্র্যান্ডন ম্যাকমুলেন। তবে শেষ ৫ বলে মাত্র ৩ রান দিয়ে ঘুরে দাঁড়ান। সবমিলিয়ে নিজের প্রথম ওভারে দেন ৯ রান। ফিরতি ওভারে দেন ১১ রান। ইনিংসের সপ্তম ওভার করেন সাকিব। এই ওভারে শুরুটা ভালো হলেও পঞ্চম বলে ছক্কা হজম করেন। সবমিলিয়ে ২ ওভারে ২০ রান দিয়ে কোনো শিকার ধরতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার। তবে ঠিকই জয় পেয়েছে সাকিবের দল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রানের বেশি করতে পারেনি নাইট রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনে নামা ম্যাকমুলেন। এমিরেটসের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জহুর খান। ৪ ওভারে ১৬ রান দেওয়া এই পেসার ম্যাচসেরাও হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম