ঢাকা ০৯ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
রংপুরে যাত্রীবাহী বাসে র‌্যাবের তল্লাশি গাঁজাসহ গ্রেফতার-২ ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের আগামী ১০ বছরের মধ্যে যমুনায় কোন মাছ পাওয়া যাবেনা, দাবি জেলেদের যমুনার বুকে জেগে উঠা চরে সোনালী ফসলে কৃষকের হাসি লোকসানে চলা স্থলবন্দরগুলো বন্ধ করে দেয়া হবে: নৌ পরিবহন উপদেষ্টা প্রাথমিক শিক্ষকরা পাচ্ছেন ১১তম গ্রেড, বেতন বাড়বে কর্মকর্তাদের দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন চুন্নু সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচারের দাবীতে সুনামগঞ্জ প্রেসক্লাব একাংশের মানববন্ধন সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জম্মু-কাশ্মীরে বন্দুকধারীদের সঙ্গে তীব্র সংঘর্ষ, ২ ভারতীয় সেনা নিহত

সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচারের দাবীতে সুনামগঞ্জ প্রেসক্লাব একাংশের মানববন্ধন

#

০৯ আগস্ট, ২০২৫,  2:40 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : গাজীপুরে গণমাধ্যম কর্মী আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায়  পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জ প্রেসক্লাব একাংশের উদ্যোগে মানববন্ধনে বিভিন্ন সামাজিক,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যোগ দেন। সুনামগঞ্জ প্রেসক্লাব একাংশের সভাপতি পংকজ কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ আর জুয়েল’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট. আমিরুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি শহিদুল ইসলাম, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, বদরুল কাদির শিহাব, সাইফুল আলম ছদরুল, আব্দুস শহিদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যম কর্মীরা  রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা। তুহিনের হত্যা গণমাধ্যমের স্বাধীনতার প্রতি হুমকি। এসময় বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করেতে অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানান। বক্তারা বলেন, প্রকাশ্যে দিবালোকে এমন নৃশংস হত্যাকাণ্ড দেশের বিবেকবান মানুষকে ব্যতিত করেছেন। এটি স্বাধীন সংবাদ মাধ্যম ও সাংবাদিকতার প্রতি চরম হুমকি,মানুষ আজ আতঙ্কিত। বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বক্তারা নিহত গণমাধ্যম কর্মী  আসাদুজ্জামান তুহিনের পরিবারকে ক্ষতিপূরণ ও পাশে দাঁড়ানোর জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহবান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম