ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

মঞ্চেই কাঁদলেন সামান্থা

#

বিনোদন ডেস্ক

১০ জানুয়ারি, ২০২৩,  11:15 AM

news image

দক্ষিনী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বর্তমানে দক্ষিণের পাশাপাশি বলিউডেও অভিনয় করছেন এই অভিনেত্রী। তবে অসুস্থতার জন্য দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন সামান্থা। অবশেষে আড়াল ভেঙে প্রকাশ্যে এসেছেন তিনি। সোমবার (৯ ডিসেম্বর) প্রকাশ পেয়েছে সামান্থা অভিনীত সর্বশেষ সিনেমা ‘শকুন্তলম’ ছবিটির ট্রেলার। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি। আর সেই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন সামান্থা। আর সেখানেই আবেগপ্রবণ হয়ে পড়েন 'যশোদা' খ্যাত এই অভিনেত্রী। এমনকি মঞ্চে বসেই চোখের পানি ফেলেন তিনি। এক দিকে বড় পর্দায় চলছে ‘শকুন্তলম’ ছবির ট্রেলার। অন্য দিকে, মঞ্চে বসে কাঁদছেন সামান্থা। কিন্তু কী এমন কারণ, যে কারণে ট্রেলার মুক্তির মঞ্চে চোখের পানি ফেলতে হল অভিনেত্রীকে? জবাবে সামান্থা জানান, জীবনে অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি আমি। কষ্টও পেয়েছি অনেক। তবে কখনও ভেঙে পড়েননি তিনি। জীবনে যা-ই হোক, সিনেমার প্রতি অভিনেত্রীর ভালবাসা সবসময় অটুট থাকবে বলে জানিয়েছেন সামান্থা। কবি কালিদাসের বিখ্যাত নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’র গল্প অবলম্বনে ‘শকুন্তলম’ ছবিটি নির্মাণ করেছেন পরিচালক গুণশেখর। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন সামান্থা ও দেব মোহন। এ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন, কবীর বেদি, প্রকাশ রাজ, অদিতি বালন, গৌতমী-সহ অনেকে। আর এই ছবিতেই ছবিতেই প্রথমবারের মতো অভিনয় করেছেন অল্লু অর্জুনের নয় বছরের মেয়ে অল্লু অরহা। প্রসঙ্গত, তেলুগু, তামিল, কন্নড়, মলয়ালম ও হিন্দি— মোট ৫টি ভাষায় মুক্তি পাবে ছবিটি। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম