
NL24 News
০২ আগস্ট, ২০২৫, 12:06 PM
ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসি শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা
আহসানুল হক: ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসি শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সাল ভিত্তিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন পর্যালোচনা কর্ম পরিকল্পনা প্রনয়নের লক্ষে শনিবার সকালে ভোলা কালিনাথ রায়ের বাজার অগ্রণী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপ-মহাব্যবস্থাপক গনেশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ জাহিদ ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সার্কেলের সহকারি মহা ব্যবস্থাপক মো: আজিজুর রহমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা শাখার সহকারি মহাব্যবস্থাপক মো: আলমগীর হোসেন, ওয়াপদা শাখা ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মিজানুর রহমান, চরফ্যাশন শাখা ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার আব্দুল হালিম, কালিনাথ রায়ের বাজার শাখা ব্যবস্থাপক খায়রুল বাশার, বাংলাবাজার শাখা ব্যবস্থাপক তানভীরুল আলম, অগ্রনী ব্যাংক ইসলামী ব্যাংকিং উইন্ডো ভোলা শাখা ব্যবস্থাপক এ এস এম ফরিদ উদ্দিন, ,বোরহানউদ্দিন শাখা ব্যবস্থাপক মো: মহিউদ্দিন, দৌলতখান শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম, শশীভূশন শাখা ব্যবস্থাপক মো: মিজানুর রহমান , খায়ের হাট শাখা ব্যবস্থাপক সঞ্জয় চন্দ্র দাস, লালমোহন শাখা ব্যবস্থাপক মো: নোমান, এ ছাড়াও উপস্থিত ছিলেন ভোলা আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মো: জামাল উদ্দিন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার সঞ্জীব কুমার বাড়ৈই, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আইয়ুবুর রহমান,, সিনিয়র অফিসার মো: খোরশেদ আলম প্রমূখ।