ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

সুনামগঞ্জে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

#

০২ আগস্ট, ২০২৫,  4:14 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জে জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন-২০২৫ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা জজ আদালত সম্মেলন কক্ষে জেলা সিনিয়র জেলা  ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন এর সভাপতিত্বে  অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুল্লাহ, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তেহসিন ইফতেখার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল খাঁন, ২৮ বিজিবি'র সিও  লেফটেন্যান্ট কর্ণেল  একেএম জাকারিয়া কাদির, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ সহ বিচার বিভাগ ও প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে উক্ত বিচার বিভাগীয় সম্মেলন শুরু হয়। এরপর অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সম্মেলনে মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন  স্বাগত বক্তব্যে ১৯৫২, ১৯৭১ ও গত বছরের জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের শহিদদের স্মরণ করেন। সম্মেলনে  উপস্থিত সকলকে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে সুনামগঞ্জ বিচার বিভাগের কার্যক্রমকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বেগবান করার জন্য তিনি অনুরোধ জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম