ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

বিয়ে নিয়ে যা বললেন সালমান খান

#

বিনোদন ডেস্ক

০৭ অক্টোবর, ২০২৪,  10:56 AM

news image

৫৮-তে পা দিয়েও আইবুড়ো সালমান খান! কবে বিয়ে করবেন সালমান, বছরের পর বছর এ প্রশ্ন করে যাচ্ছেন ছবিশিকারিরা। একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। পরিণতি পায়নি একটিও। 

যদিও সঙ্গীতা বিজলানিকে বিয়ে করবেন মনস্থির করে ফেলেছিলেন। বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে দেন সঙ্গীতা। তার পর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে তবে বিবাহিত তকমা এখনও লাগেনি। অভিনেতার নাকি বিয়ে হওয়া বেশ মুশকিল বলেই জানিয়েছিলেন এক জ্যোতিষী। এ বার ‘বিগ বস্ ১৮’ এর মঞ্চে আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধআর্চাযকে সালমান জানালেন কেমন স্ত্রী চাই তাঁর?

বলিউডে সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রায় থেকে ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সালমান। কিন্তু কোনও সম্পর্কই স্থায়ী হয়নি ভাইজানের। ছেলের বিবাহ পরিকল্পনা নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন সালমানের বাবা সেলিম খান। সম্প্রতি আর এক সাক্ষাৎকারে জ্যোতিষী সন্দীপ কোচর দাবি করেছেন অভিনেতার জন্মপঞ্জী নাকি তাঁর হাতে এসেছে। সেই কোষ্টি দেখেই তিনি বলেন, ‘‘সালমানের জীবনে একাধিক নারী সঙ্গ হয়েছে। অনেকেই তাঁকে বিয়ে করতে চেয়েছেন কিন্তু সালমান নিজের মর্জির মালিক। তাঁর মতিগতির সঙ্গে মানিয়ে নেওয়া মুখের কথা নয়।’’

এ বার ‘বিগ বস্‌ ১৮’ মঞ্চে অতিথি হয়ে আসেন অনিরুদ্ধ আচার্য। সামাজিক যোগাযো মাধ্যমে বেশ ভাইরাল এই গুরু। তিনি বলেন, এ বার মেয়ে খুঁজতে হবে সালমানের জন্য। তাতেই সালমান বলেন, ‘‘না না আর প্রয়েজন নেই।’’ দমে যান আধ্যাত্মিক গুরু তিনি পাল্টা বলেন, ‘‘এ বার এমন মেয়ে খোঁজা হবে যে পালিয়ে যাবে না।’’ তাতেই সালমানের উত্তর, ‘‘আমরা তো এমন মেয়ে চাই যে পালিয়ে যাবে।’’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম