ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

দিশার সাফল্যে যা বললেন টাইগারের মা

#

বিনোদন ডেস্ক

১৭ আগস্ট, ২০২৩,  4:22 PM

news image

বলিউড অভিনেত্রী দিশা পাটানি এবার পরিচালকের তালিকায় নাম লিখিয়েছেন। তাঁর প্রথম মিউজিক ভিডিও ‘কিউন কারু ফিকাএর মাধ্যমে পরিচালনায় পা রাখেন এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে দিশা মিউজিক ভিডিওর টিজার প্রকাশ করেছেন দিশা। যেখানে অভিনয়ও করেছেন অভিনেত্রী নিজেই। দিশা জানিয়েছেন যে, পুরো ভিডিওটি আগামী ২১শে আগস্ট মুক্তি পাবে। মিউজিক ভিডিওর গানটি গেয়েছেন নিখিতা গান্ধী। সংগীত রচনা ও প্রযোজনা করেছেন বৈভব পানি। গানের কথা লিখেছেন ভায়ু। দিশার নতুন মাইলফলকের প্রতিক্রিয়ায় তার প্রাক্তন প্রেমিক টাইগার শ্রফের মা আয়েশা শ্রফ মন্তব্য করেছেন, ‘ওয়াও! দিশুকে অভিনন্দন।’ শুধু তাই নয় তাঁর সেরা বন্ধু মৌনি রায়ও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। অন্যান্যদের মধ্যে দিশার কথিত প্রেমিক আলেকজান্ডার অ্যালেক্স ইলিচ লেখেন, ‘অভিনন্দন চিকসি।’ বেশ কিছুদিন ধরে দিশার নতুন কোনো সিনেমা আসছে না। শেষবারের মতো তাকে গত বছর ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমাতে দেখা গিয়েছিল। মোহিত সুরি পরিচালিত সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। চলচ্চিত্রপ্রেমী এবং সমালোচকদের দ্বারাও সমালোচিত হয়েছিল। এই সিনেমায় জন আব্রাহাম, অর্জুন কাপুর এবং তারা সুতারিয়াও অভিনয় করেছিলেন। দিশাকে, সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে করণ জোহরের ‘যোধা’ ছবিতে দেখা যাবে। এ ছাড়াও সুরিয়ার সঙ্গে তামিল সিনেমায় অভিষেক হতে চলেছে দিশার। এতে আরও অভিনয় করবেন ববি দেওল, নটরাজন সুব্রামানিয়াম, যোগী বাবু, রেডিন কিংসলে, কোভাই সরলা, আনন্দরাজ, রবি রাঘবেন্দ্র, কে এস রবিকুমার ও বি এস অবিনাশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম