ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

চুল পরিষ্কার না হওয়ার লক্ষণ

#

লাইফস্টাইল ডেস্ক

০৫ ফেব্রুয়ারি, ২০২৫,  10:39 AM

news image

অনেকে চুল পরিষ্কারের জন্য সপ্তাহে এক দিন হাতে রাখেন। এটা সত্যিই ভালো অভ্যাস। তবে তবে এমনও হতে পারে ওই এক দিনে তেমনভাবে চুল পরিষ্কার করা হচ্ছে না। তাছাড়া দূষণ, ধুলোবালি ইত্যাদির কারণে চুল ঠিক মতো পরিষ্কার না হলে- নানান লক্ষণও দেখা দেয় মাথায়। 

কী সেই লক্ষণ? জেনে নিন-

চুলের তেল দেওয়া হোক বা না হোক, নিয়মিত মাথায় ‘সিবাম’ বা ত্বকের প্রাকৃতিক তেল উৎপন্ন হতেই থাকে। নিউইয়র্ক সিটিভিত্তিক চর্মরোগ-বিশেষজ্ঞ হ্যাডলি কিং বলেন, যখন ঠিকমতো ধোয়া না হয় তখন তেল জমতে থাকে। ফলে চুলে আঠালো ভাব হয়, অপরিষ্কারজনিত গন্ধ সৃষ্টি করে।

তেল জমার কারণে শুধু আঠালোভাব নয়, ‘স্ক্যাল্প’ বা মাথার ত্বকে চুলকানিও তৈরি হয়। সেখান থেকে জ্বালাভাব। মার্কিন চিকিৎসক ডা. জোডি লিজার্ফো বলেন, যদিও ‘সিবাম’ প্রাকৃতিক ময়েশ্চারাইজার। তবে এতে ময়লা আটকায়। যা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ও ইস্ট জন্মানোর পরিবেশ তৈরি করে। ফলে চুলকানির মতো দেখা দেয়।

মাথার ত্বক থেকে আঁশের মতো ক্ষুদ্র কণা উঠে আসে। এতেও চুলকানি হয়। ডা. হ্যাডলি কিং বলেন, নিয়মিত চুল মাথা ভালো মতো পরিষ্কার না করলে এই সমস্যা দেখা দেয়। এ ছাড়া খুশকিও হয়। ‘অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু’ ব্যবহার করে এর থেকে সমাধান মিলবে।

অবাক হলেও এটা সত্য- ভালোমতো চুল ও মাথা পরিষ্কার না করলে চুল পড়ার পরিমাণ বাড়ে। ডা. হ্যাডলি কিং বলেন, দূষণ, তেল, ময়লা জমা ইত্যাদির কারণে যে প্রদাহ তৈরি হয়, সেখান থেকেই চুল পড়ার পরিমাণ বাড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম