ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ২ দিন বন্ধ চাঁনখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যা: ট্রাইব্যুনালের রায় ২০ জানুয়ারি ২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তারেক রহমানের প্রত্যাবর্তনের কর্মসূচি জানাল বিএনপি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সেনা কর্মকর্তা রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

এমবাপের জোড়া গোলে শেষ ষোলোয় রিয়াল

#

স্পোর্টস ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২৫,  10:56 AM

news image

স্পেনের তৃতীয় সারির দল তালাভেরার বিপক্ষে কঠিন লড়াইয়ে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই গোলে এগিয়ে থেকেও ম্যাচের শেষ দিকে চাপে পড়ে যায় লস ব্লাঙ্কোসরা। তবে ফরাসি তারকা কিলিয়ান কিলিয়ান এমবাপের জোড়া গোলে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় নিশ্চিত করে কোপা দেল রে- এর শেষ ষোলোতে উঠেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এনে মাঠে নামে রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো গোয়েস, জুড বেলিংহ্যাম ও অঁরেলিয়ে চুয়ামেনি শুরুতে বেঞ্চে ছিলেন। গোলরক্ষক হিসেবে সুযোগ পান আন্দ্রি লুনিন। পুরো ম্যাচে ৭০ শতাংশ বল দখলে রেখে ২২টি শট নেয় রিয়াল, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে তালাভেরা নেয় ১০টি শট, এর চারটি ছিল লক্ষ্যে। প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল। ৪১ মিনিটে তালাভেরা ফরোয়ার্ডের হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন এমবাপে। যোগ করা সময়ে এমবাপের শট ঠেকাতে গিয়ে তালাভেরা ডিফেন্ডার ম্যানুয়েল ফারান্দোর আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় স্বাগতিকরা। ৮০ মিনিটে নাহুয়েল আরোয়ো মাজোরার গোলে ব্যবধান কমে আসে। তবে ৮৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালকে আবার স্বস্তি দেন এমবাপে। এটি চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার ২৮তম গোল। তবে নাটক তখনও শেষ হয়নি। যোগ করা সময়ের প্রথম মিনিটে গঞ্জালো ডি রেঞ্জোর গোলে ব্যবধান ৩-২ হলে আবারও শঙ্কায় পড়ে রিয়াল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিত করলেও পারফরম্যান্সে পুরোপুরি স্বস্তি নেই কোচ জাবি আলোনসোর। কঠিন সময় পেরিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় এবার লা লিগায় আগামী শনিবার সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম