ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

আবারও মা হতে চান গোবিন্দের স্ত্রী

#

বিনোদন ডেস্ক

১৯ নভেম্বর, ২০২২,  1:53 PM

news image

গোবিন্দ ও সুনীতা আহুজা বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি। ১৯৮৭ সালে সুনীতাকে বিয়ে করেন সেই সময়কার এক নম্বর এই নায়ক। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ৫৮ বছর বয়সে তৃতীয়বার মা হতে চান গোবিন্দোর স্ত্রী। একটি রিয়ালিটি শোতে এসে এমন ইচ্ছার কথা জানিয়েছেন সুনীতা আহুজা। এক রিয়ালিটি শোয়ে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন গোবিন্দ। সঙ্গে ছিলেন তাদের ছেলে যশবর্ধন। এ ছাড়া অতিথির আসনে ছিলেন অভিনেতা ধর্মেন্দ্র। সুনীতার প্রিয় অভিনেতা তিনি। সুনীতা বলেন, ছেলে যশবর্ধন যখন গর্ভে তখন গোবিন্দ তাকে ধর্মেন্দ্রর ছবি উপহার হিসেবে দিয়েছিলেন। বলেছিলেন, এমন এক সুপুরুষ ছেলেই তার চাই। যশ জন্ম নেন। দেখতেও তিনি সুন্দর। সেই কথাই উল্লেখ করে সুনীতা সকলের সামনেই রিয়ালিটি শোর মঞ্চে গোবিন্দকে বলেন, ‘যশ যখন পেটে ছিল তুমি ধর্মেন্দ্রজির ছবি এনে দিয়েছিলে। যশ এত সুন্দর হয়েছে। এবার তো চোখের সামনে ধর্মেন্দ্রজিই রয়েছে। তাহলে চল, বাড়িতে চল। আবারও এমন এক প্রোডাক্ট বানাই।’ সুনীতার এমন কথা শুনে হাসিতে ফেটে পড়েন সবাই। তার রসিকতা দেখে হাসি চেপে রাখতে পারেননি খোদ ধর্মেন্দ্রও। মায়ের কথা শুনে লজ্জায় মুখ লাল হয়ে যায় যশের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম