ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ২ দিন বন্ধ চাঁনখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যা: ট্রাইব্যুনালের রায় ২০ জানুয়ারি ২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তারেক রহমানের প্রত্যাবর্তনের কর্মসূচি জানাল বিএনপি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সেনা কর্মকর্তা রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

আদা চায়ের উপকারিতা

#

১১ ডিসেম্বর, ২০২৫,  11:16 AM

news image

স্বাস্থ্য সচেতন মানুষের দৈনন্দিন জীবনে আদা চা এখন খুবই জনপ্রিয়। সহজলভ্য এই মসলাটি শুধু স্বাদ কিংবা গন্ধেই অনন্য নয়, এর রয়েছে অসংখ্য স্বাস্থ্যগুণ। প্রতিদিন এক কাপ আদা চা শরীরকে রাখে সতেজ, বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতাও।

চিকিৎসকদের মতে, আদায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান শরীরের প্রদাহ কমাতে কার্যকর ভূমিকা রাখে। বিশেষ করে সর্দি-কাশি, গলা ব্যথা ও নাক বন্ধের মতো সমস্যায় আদা চা দ্রুত আরাম দেয়। চলুন জেনে নেওয়া যাক আদা চায়ের বেশকিছু উপকারিতা-

সর্দি-কাশির উপশম 

আদায় থাকা অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান সর্দি-কাশি কমাতে সাহায্য করে। গলা ব্যথা ও নাক বন্ধেও উপকার দেয়।

শরীর গরম রাখে

শীতের দিনে আদা চা শরীর উষ্ণ রাখে। ঠান্ডাজনিত অসুস্থতা প্রতিরোধে আদা চা কার্যকর।

হজম শক্তি বাড়ায়

খাবার হজমে সহায়তা করে আদা চা। গ্যাস, বদহজম, পেট ফাঁপা কমাতে দারুণ কাজ করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

আদায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।

বমিভাব কমায়

মর্নিং সিকনেস, ভ্রমণজনিত বমিভাব বা পেটের অস্বস্তি-সব ক্ষেত্রেই আদা চা আরাম দেয়। তাই বমিভাব দূর করতে আদা চা কার্যকর ভূমিকা রাখে।

মানসিক চাপ ও ক্লান্তি কমায়

আদা চায়ের সুগন্ধ মস্তিষ্ককে শান্ত করে, ক্লান্তি দূর করে এবং মন সতেজ রাখে। তাই প্রতিদিন ১ কাপ আদা চা খাওয়া উচিত।

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে

নিয়মিত আদা চা পান রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী।

হৃদরোগের ঝুঁকি কমায়

আদা রক্ত সঞ্চালন বাড়ায় এবং রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে, যা হৃদযন্ত্রকে সুস্থ রাখে।

শরীর ডিটক্স করতে সাহায্য করে

আদা চা শরীর থেকে টক্সিন দূর করে, ফলে শরীর থাকে সতেজ ও হালকা অনুভূত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম