ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ২ দিন বন্ধ চাঁনখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যা: ট্রাইব্যুনালের রায় ২০ জানুয়ারি ২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তারেক রহমানের প্রত্যাবর্তনের কর্মসূচি জানাল বিএনপি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সেনা কর্মকর্তা রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

‘অ্যাপ স্টোর’ চালু করল ওপেনএআই

#

২১ ডিসেম্বর, ২০২৫,  10:59 AM

news image

এতদিন চ্যাটজিপিটি কেবল আলাপ করত বা তথ্য দিত। এখন থেকে চ্যাটজিপিটির ভেতরেই ফোনের মতো বিভিন্ন অ্যাপ ব্যবহার করা যাবে। ব্যবহারকারীর হয়ে সরাসরি কাজও করে দেবে অ্যাপটি। ওপেনএআই এক ব্লগ পোস্টে বলেছে, চ্যাটজিপিটির ভেতরেই সরাসরি একটি অ্যাপ স্টোর চালু করেছে তারা।

ওই ব্লগে আরও বলা হয়- এসব অ্যাপ নতুন তথ্য বা কনটেক্সট যোগের মাধ্যমে চ্যাটজিপিটির আলাপচারিতাকে আরও বিস্তৃত করবে। এর মাধ্যমে মুদি পণ্যের অর্ডার দেওয়া, কোনো আউটলাইন থেকে স্লাইড ডেক তৈরি করা বা থাকার জন্য অ্যাপার্টমেন্ট খুঁজে বের করার মতো বিভিন্ন কাজ করতে পারবেন ব্যবহারকারীরা।

কোম্পানিটি আরও বলেছে, আগে গুগল ড্রাইভের মতো যেসব সংযোগকারী অ্যাপকে ‘কানেক্টর’ বলা হত এখন থেকে সেগুলোকে কেবল ‘অ্যাপ’ হিসেবে ডাকবে তারা। নতুন এই অ্যাপ সেকশনটি আইওএস, অ্যান্ড্রয়েড ও ওয়েব ভার্সনে পাওয়া যাচ্ছে। এ সেকশনটি ফিচার্ড, লাইফস্টাইল ও প্রোডাক্টিভিটি এই তিন ভাগে বিভক্ত। এর মাধ্যমে দৈনন্দিন ব্যবহৃত জনপ্রিয় অ্যাপ এবং বুকিং ডটকম, স্পটিফাই ও ড্রপবক্স-এর সঙ্গে চ্যাটজিপিটিকে যোগ করতে পারবেন ব্যবহারকারী।

এক্ষেত্রে কোনো অ্যাপ ব্যবহার করতে চাইলে সেটির ওপর ক্লিক করে ‘কানেক্ট’ বাটনে চাপুন। এরপর অ্যাপটিকে চ্যাটজিপিটি ব্যবহারের অনুমতি দিন। সংযোগ হয়ে গেলে আপনি সরাসরি সেই অ্যাপ সংশ্লিষ্ট কাজ শুরু করতে পারবেন। এ অ্যাপ স্টোরের নতুন সংযোজনের মধ্যে রয়েছে অ্যাপল মিউজিক অ্যাপ, যা স্পটিফাইয়ের মতোই চ্যাটিংয়ের মাধ্যমে ব্যবহারকারীদের পছন্দমতো গান খুঁজে পেতে, প্লে-লিস্ট তৈরিতে ও মিউজিক লাইব্রেরি ম্যানেজ করতে সাহায্য করবে।

আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাপ হল ডোরড্যাশ, যা ব্যবহার করে চ্যাটজিপিটির মাধ্যমে কোনো রেসিপি, খাবারের পরিকল্পনা বা নিত্যপ্রয়োজনীয় জিনিসের তালিকা সরাসরি ‘অ্যাকশনেবল শপিং কার্ট’ বা কেনাকাটার ঝুড়িতে রূপান্তর করতে পারবেন। অ্যাপ ডিরেক্টরির পাশাপাশি এখন ডেভেলপারদের তৈরি বিভিন্ন অ্যাপ চ্যাটজিপিটিতে প্রকাশের সুযোগ দিচ্ছে ওপেনএআই। নির্দিষ্ট নির্দেশিকা মেনে রিভিউয়ের জন্য অ্যাপ জমা দিতে পারবেন তারা।

ডেভেলপারদের সাহায্য করার জন্য ওপেনএআই বেশ কিছু রিসোর্সও উন্মুক্ত করেছে কোম্পানিটি। যার মধ্যে রয়েছে অ্যাপ তৈরির সঠিক নিয়মাবলি, যেমন- কিছু ওপেনসোর্স অ্যাপ, চ্যাটের ভেতর অ্যাপের চেহারা কেমন হবে তার জন্য ওপেন-সোর্স লাইব্রেরি এবং দ্রুত কাজ শুরুর জন্য একটি নির্দেশিকা। এগুলো অক্টোবরে আনা কোম্পানিটির ‘সফটওয়্যার ডেভেলপার কিট’ বা এসডিকে-এর একটি বড় পদক্ষেপ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম