ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
পাঠ্যবই ছাপার আগেই ৭শ টন কাগজ বাতিল গাজায় হাসপাতালের এলাকা লক্ষ্য করে হামলা, নিহত ১৯ আজ বিশ্ব বাঁশ দিবস চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি নিজেকে আধুনিকায়ন করেছে : তারেক রহমান নরসিংদীর চরাঞ্চলে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ফেসবুকে কেউ আপনাকে ব্লক করেছে কিনা যেভাবে বুঝবেন এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল হাজারীবাগে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত

‘অশালীন’ নাচ, তীব্র রোষানলের মুখে উর্বশী

#

বিনোদন ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২৫,  11:04 AM

news image

নেটদুনিয়ায় প্রবল রোষানলের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। অশালীন নাচের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গত ২ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ নামের একটি গান। সেখানেই উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকের। কীভাবে এমন অশালীন নৃত্য প্রদর্শন করা যায়, গান মুক্তির কিছু ক্ষণের মধ্যেই প্রশ্ন তুলেছেন নেটাগরিকেরা।

শুধু নাচের দৃশ্যই নয়, নন্দমুরির সঙ্গে উর্বশীর বয়সের ব্যবধান নিয়েও কটাক্ষ ধেয়ে আসছে। নন্দমুরির বয়স ৬৪। অভিনেতার পাশাপাশি তিনি একজন রাজনীতিকও। অন্যদিকে উর্বশীর বয়স মাত্র ৩০। কীভাবে কন্যার বয়সি নারীর সঙ্গে এমন নাচছেন বর্ষীয়ান অভিনেতা? এমন প্রশ্ন ধেয়ে এসেছে নন্দমুরির দিকেও। ছবির নির্মাতাদের দিকেও আঙুল তুলছেন নেটাগরিকেরা।

এই নাচের ভিডিও দেখে এক নেটাগরিক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “এই ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিওগ্রাফার তৈরি করতে পারেন! অভিনেতারাই বা কীভাবে এসব করতে রাজি হন! একেবারে জঘন্য।”

আরেক নেটাগরিকের মন্তব্য, “অশালীন নাচ দেখিয়ে কি ছবির অতিরিক্ত আয় হয়? এই ধরনের দৃশ্যের মাধ্যমেই বোধ হয় ছবির প্রচার হচ্ছে।”

কেউ কেউ দাবি করেছেন, নারীদের জন্য এই ধরনের নাচের দৃশ্য অত্যন্ত অপমানজনক।

‘ডাকু মহারাজ’ নামের এই ছবিতে নন্দমুরি ও উর্বশী ছাড়াও রয়েছেন ববি দেওল, দুলকার সালমান, পায়েল রাজপুত, প্রকাশ রাজ, রণিত রায়-সহ আরও অনেকে। আগামী ১২ জানুয়ারি এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম