
নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই, ২০২৫, 10:52 AM

৩৭তম বিসিএসের ১০২ জন এসিল্যান্ডকে প্রত্যাহার
বিভিন্ন জেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকারী ১০২ জন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তারা সবাই ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সহকারী কমিশনাররা (ভূমি) এসিল্যান্ড হিসেবেই বেশি পরিচিত। প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তাকে এসিল্যান্ডের দায়িত্ব থেকে সরিয়ে সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারদের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসিল্যান্ডের দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তাদের তুলে আনার সিদ্ধান্ত হয়েছে। সেজন্য ধাপে ধাপে তাদের এসিল্যান্ডের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি মাথায় রেখে মাঠ প্রশাসন গোছানোর কাজ শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে এ পরিবর্তন শুরু হয়েছে। প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসকরা (ডিসি) জেলার রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। আর সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও অন্যান্য বিসিএস ক্যাডাররা। তাদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডরাও থাকেন।