ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

২০ বছর পর আসছে উইল স্মিথের অ্যালবাম

#

বিনোদন ডেস্ক

১৭ মার্চ, ২০২৫,  10:54 AM

news image

হলিউড তারকা উইল স্মিথের গানের অ্যালবাম আসছে ২০ বছর পর। পিপলডটকম জানিয়েছে ‘বেজড অন আ ট্রু স্টোরি’ নামের স্মিথের পূর্ণাঙ্গ অ্যালবামটি প্রকাশ হবে আগামী ২৮ মার্চ। এর আগে এই অভিনেতা গায়কের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ নামের অ্যালবামটি এসেছিল সর্বশেষ ২০০৫ সালে। দীর্ঘ দুই দশকে স্মিথ গান গাইলেও তার পূর্ণাঙ্গ অ্যালবাম পায়নি ভক্তরা। ‘বেজড অন আ ট্রু স্টোরি’ অ্যালবামে স্মিথ ১৪টি গান রেখেছেন; এতে তার সঙ্গী হয়েছেন ডিজে জ্যাজি জেফ, টেয়ানা টেলর ও জ্যাক রস। ইনস্টাগ্রামে একটি পোস্টে অ্যালবাম প্রকাশের তারিখ ও কভার শেয়ার করেছেন স্মিথ লিখেছেন। তিনি বলেন, “এটা অফিশিয়াল ঘোষণা! আর মাত্র দুই সপ্তাহ! আপনাদের কাছে পৌঁছে দিতে খুবই আগ্রহী।” স্মিথের নতুন অ্যালবামের আসার ঘোষণা এসেছিল চলতি বছরের শুরুতে। তবে তখন নাম তিনি প্রকাশ করেননি। তখন স্মিথ বলেছিলেন, “দেড় বছর ধরে ল্যাবে ছিলাম। যে প্রকল্প নিয়ে কাজ করছি, যা নিঃসন্দেহে আমার তৈরি সবচেয়ে ব্যক্তিগত এবং শক্তিশালী সংগীতসম্ভার।” অস্কারজয়ী এই অভিনেতাকে সর্বশেষ পাওয়া গেছে ‘ব্যাড বয়েজ: রাইড অর ডাই’ সিনেমায়। সিনেমাটি মুক্তি পেয়েছে গত বছর। গত কয়েকবছরের মধ্যে স্মিথ আলোচিত হয়েছেন অস্কার মঞ্চে তার চড়কাণ্ডের জন্য। ২০২২ সালে এই হলিউড তারকাকে অস্কারের আয়োজনে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সেবারে অস্কারের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সঞ্চালক ক্রিস রক রসিকতা করেছিলেন উইল স্মিথের স্ত্রী জেডা পিনকেট স্মিথের মুণ্ডিত মস্তক নিয়ে। উইল স্মিথ এর জবাব দেন মঞ্চে উঠে ক্রিস রককে চড় কষিয়ে, সঙ্গে ছিল ‘এফ’ অক্ষরের খিস্তি। পরে অবশ্য সেরা অভিনেতার পুরস্কার নিতে এসে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ এবং সহকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন স্মিথ। তবে সে সময় ক্রিস রকের নাম উচ্চারণ করেননি তিনি। পরে ক্রিস রকের কাছে ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছিলেন স্মিথ। এরপর অ্যাকাডেমির বোর্ড সিদ্ধান্ত নেয় আগামী ১০ বছর অস্কারের আয়োজনে সরাসরি কিংবা ভার্চুয়ালি কোনোভাবেই অংশ নিতে পারবেন না স্মিথ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম