ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ২ দিন বন্ধ চাঁনখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যা: ট্রাইব্যুনালের রায় ২০ জানুয়ারি ২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তারেক রহমানের প্রত্যাবর্তনের কর্মসূচি জানাল বিএনপি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সেনা কর্মকর্তা রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

১০০ উইকেটের ক্লাবে বুমরাহ

#

স্পোর্টস ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২৫,  10:54 AM

news image

ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুর্দান্ত শক্তির প্রমাণ দিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম টি-টোয়েন্টিতে ১০২ রানের বড় ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেছে সূর্যকুমার যাদবের দল। ১৭৫ রানের জবাবে মাত্র ১২.৩ ওভারে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ৭৪ রানে। টি–টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ এটিই। এই ম্যাচেই ভারতের পেস তারকা জাসপ্রিত বুমরাহ টি-টোয়েন্টিতে দেশের দ্বিতীয় বোলার হিসেবে ১০০ উইকেটের ক্লাবে নাম লেখান। তার আগে এই ফরম্যাটে ভারতের হয়ে তিন অঙ্কের উইকেট আছে শুধু অর্শদিপ সিংয়ের (বর্তমানে ১০৭ উইকেট)। অন্যদিকে, ১০০ উইকেটের ক্লাবে বাংলাদেশের আছেন তিন বোলার। এর মধ্যে দুইজন রয়েছেন বিশ্বসেরা পাঁচের তালিকায়। ১৮২ উইকেট নিয়ে তালিকার শির্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের টিম সাউদি। তিনি নিয়েছেন ১৬৪ উইকেট। তৃতীয় স্থানে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ১৬৮ উইকেট। পঞ্চম স্থানে সাকিব আল হাসান ১৪৯ উইকেট। বাংলাদেশের আরেক তারকা তাসকিন আহমেদও আছেন ১০০ উইকেটের ক্লাবে। তার ঝুলিতে এখন ১০৬ টি–টোয়েন্টি উইকেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম