
NL24 News
১০ সেপ্টেম্বর, ২০২৫, 10:59 PM

সৈকতে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা প্রশাসককে "আওয়াজ" এর ৭ প্রস্তাব
ইকবাল চৌধুরী: কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করণে জেলা প্রশাসককে ৭ প্রস্তাব জানিয়েছে কক্সবাজারের সংকট ও সম্ভাবনার কথা বলা নারী সাংবাদিক ও কবি সাহিত্যিকদের সংগঠন "আওয়াজ"। ১০ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের সাথে আওয়াজের মত বিনিময়ে এ ৭ প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবগুলো হল-সমুদ্র সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্টে নারী পুলিশের সংখ্যা ও টহল নিশ্চিত করা, সৈকতের গুরুত্বপূর্ণ সকল পয়েন্টসমূহে আধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষনিক মনিটরিং ব্যবস্থা জোরদার করা, যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে দ্রুত বিচার বাস্তাবায়ন করা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো সাইবার ক্রাইমের আওতায় এনে অপরাধীকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের বিভিন্ন জনবহুল স্থানে প্রচারণা চালানো। প্রয়োজনে সাইন বোর্ড, ব্যানার ও বড় পর্দায় ভিডিও এর মাধ্যমে যৌন হয়রানির শাস্তি ও আইন সম্পর্কে জানানো, পেশাদার ও অপেশাদার সকল ফটোগ্রাফারদের নজরদারিতে রাখার ব্যবস্থা গ্রহণ, সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নারীদের জন্য নারী বান্ধব ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা ও দালাল ও প্রতারকদের চিন্তিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ।জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন " তাদের প্রস্তাবগুলো গুরুত্বসহকারে নেয়া হয়েছে। ব্যবস্থাও নেয়া হবে।" আওয়াজ" এর সভাপতি আইরিন আকতার বলেন " দীর্ঘদিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের উত্তক্ত করা, প্রতারণা, গোপনে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ নাধ্যমে প্রচার সহ বিভিন্ন ধরনের যৌন হয়রানি ও নির্যাতনের ঘটনা ঘটে আসছে। এমনকি ধর্ষনের মত ঘটনাও ঘটেছে। তাই নারীরা যেন কক্সবাজারে নিরাপদে ভ্রমণ ও চলাফেরা করতে পারে তাই জেলা প্রশাসকের কাছে কিছু প্রস্তাব করেছি।"এসময় উপস্থিত ছিলেন সংগঠনটি সভাপতি আইরিন আকতার, যুগ্ন সাধারণ সম্পাদক উম্মে হাবিবা শিরু, সাংগঠনিক সম্পাদক রোকসানা আক্তার সুমি, সহসাংগঠনিক সম্পাদক শাহারিয়া আলম শেখলা, ম্যাগাজিন সম্পাদক মাহিয়া রহমান, সদস্য শারজিনা আক্তার ও আসমাউল হুসনা।