ঢাকা ০৩ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত বারহাট্টায় গোপনাঙ্গ কেটে বানানো হচ্ছে হিজড়া, চলছে মাসিক চাঁদাবাজি যেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া কক্সবাজারে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা আগামীকাল: এনসিপি বর্ষায় শাকপাতা খান নিয়ম মেনে খিলগাঁওয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগ সুন্দরবন স্কয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ ছিল, ফায়ার সার্ভিসও সতর্ক করেছিল দেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগ নেই: বাণিজ্য উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন ৫ আগস্ট

সিরিজ বাঁচাতে একাদশে যেসব পরিবর্তন আনতে পারে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০৫ জুলাই, ২০২৫,  11:31 AM

news image

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয়ে ৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বড় ব্যবধানে হারতে হয়েছে সফরকারীদের। এবার ঘুরে দাঁড়াতে চায় মেহেদি হাসান মিরাজের দল।

শনিবার (৫ জুলাই) দ্বিতীয় ওয়ানডেতে রয়েছে বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর সুযোগ । এ কারণে দেখা যেতে পারে একাদশে বেশকিছু পরিবর্তন।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে দ্বিতীয় ম্যাচে বিশ্রামে থাকবেন প্রধান পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে দলে আসতে পারেন হাসান মাহমুদ কিংবা নাহিদ রানা।

এদিকে জ্বরে ভুগে প্রথম ওয়ানডে মিস করা রিশাদ হোসেন সুস্থ হয়ে উঠেছেন এবং দ্বিতীয় ম্যাচের একাদশে ফিরতে পারেন। যদি তিনি খেলেন, তাহলে বাদ পড়তে পারেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম, যিনি প্রথম ম্যাচে খুঁড়িয়ে বেড়িয়েছেন কাফ ইনজুরির কারণে।

সিরিজ বাঁচাতে একাদশে যেসব পরিবর্তন আনতে পারে বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তানজিদের

ব্যর্থ ওপেনার পারভেজ হোসেন ঈমনের জায়গায় একাদশে দেখা যেতে পারে নাঈম শেখকে। ফিফটি করা তানজিদ হাসান তামিম থাকবেন অপরপ্রান্তে। তিনে খেলবেন শান্ত, আর চারে হৃদয়।

প্রথম ম্যাচে চার নম্বরে ব্যাট করে ব্যর্থ লিটন দাসকে একাদশের বাইরে রাখা হতে পারে। ব্যাটিং অর্ডারে সেক্ষেত্রে উপরে উঠেছেন অধিনায়ক মিরাজ—যিনি পাঁচ নম্বরে ব্যাট করবেন।

ছয়ে থাকবেন জাকের আলী অনিক—প্রথম ম্যাচে ফিফটি করে পরাজয়ের ব্যবধান কমিয়েছেন তিনিই। সাত নম্বরে খেলবেন রিশাদ হোসেন, যিনি ব্যাট হাতেও অবদান রাখতে সক্ষম।

পেস আক্রমণে থাকবেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব, আর স্পিন বিভাগ সামলাবেন মিরাজ, রিশাদ এবং হয়তো তানভিরের পরিবর্তে কেউ।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাহিদ রানা/হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম