ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

সাতক্ষীরায় সুন্দরবনের আঙ্গিকে ‘গোলপাতা রেস্টুরেন্ট’ উদ্বোধন

#

নিজস্ব প্রতিনিধি

২৩ আগস্ট, ২০২৫,  10:52 AM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরায় নান্দনিক, নিরিবিলি ও মুক্ত পরিবেশে ভোজনবিলাসীদের জন্য যাত্রা শুরু করল সুন্দরবনের আঙ্গিকে নির্মিত ‘গোলপাতা রেস্টুরেন্ট’। আধুনিকতার ছোঁয়া আর প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে গড়া এ রেস্টুরেন্টে খাদ্যের পাশাপাশি বিনোদনেরও ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় শহরের মিনি মার্কেট এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রেস্টুরেন্টটির উদ্বোধন হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোছায়েত হোসেন জ্যোতি। পরে মোনাজাত ও কেক কেটে রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের বোলিং কোচ রবিউল ইসলাম শিবলু। এছাড়াও জেলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, ফুড ব্লগার, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভোজনবিলাসীদের জন্য এখানে পাঁচটি আলাদা কর্টেজ সাজানো হয়েছে— বনবিধি, ঝাউবন, কেওড়াবন, সুন্দরী ও ইরাবতী নামে। প্রতিটি কর্টেজে বসে অতিথিরা চমৎকার পরিবেশে ফাস্টফুড ও নানা ধরনের খাবারের স্বাদ গ্রহণের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। স্থানীয় অভিজাত ও রুচিশীল মানুষের মানসিক প্রশান্তি ও খাবারের চাহিদা পূরণে রেস্টুরেন্টটি ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম