ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ২ দিন বন্ধ চাঁনখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যা: ট্রাইব্যুনালের রায় ২০ জানুয়ারি ২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তারেক রহমানের প্রত্যাবর্তনের কর্মসূচি জানাল বিএনপি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সেনা কর্মকর্তা রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জিতল এমআই এমিরেটস

#

স্পোর্টস ডেস্ক

২২ ডিসেম্বর, ২০২৫,  10:51 AM

news image

আইএল টি-টোয়েন্টিতে ডেজার্ড ভাইপার্সের বিপক্ষে দারুণ বোলিংয়ের পর ব্যাটিংয়ে অপরাজিত থেকে এমআই এমিরেটসকে জিতিয়েছেন সাকিব আল হাসান। রবিবার (২১ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডেজার্ড ভাইপার্সের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। ২৪ বলের অর্ধেকই ডট ছিল। পরে ব্যাট হাতে সাকিবের অপরাজিত ১৭ রানে দল পায় ৪ উইকেটের জয়। খেলার শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এমআই এমিরেটসের অধিনায়ক কাইরন পোলার্ড। সপ্তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। ওভারের শেষ বলটায় পাকিস্তানি তারকা স্ট্যাম্পড করে আইএল টি-টোয়েন্টিতে প্রথম উইকেট পেয়ে যান সাকিব। ওই ওভারে ৫ রান দেওয়া সাকিব দ্বিতীয় উইকেট পেয়ে যান পরের ওভারেই। ইনিংসের নবম ওভারে ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেন ফিরতি ক্যাচ তোলেন। সাকিব সামনে ঝাঁপিয়ে ক্যাচটি নিয়েছেন। ওই ওভারে ৩ রান দেওয়া সাকিব ১১তম ওভারেও দেন ৩ রান। ১৫তম ওভারে নিজের শেষ ওভারেও ৩ রান দেন সাকিব। সাকিবের এমন কিপটে বোলিংয়ের মুখে ভাইপার্স ৭ উইকেট হারিয়ে করতে পারে ১২৪ রান। পরে রান তাড়ায় ৬ উইকেট হারালেও ১৫ বল হাতে লক্ষ্য পেরিয়ে যায় এমিরেটস। দলের ৪ উইকেটের জয়ে সাকিব ব্যাট হাতে করেছেন অপরাজিত ১৭ রান। অলরাউন্ডার পারফরমেন্সে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম