ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডাকসুর তফসিল ২৯ জুলাই, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ ঘৃণার জবাবে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম ভয় জাগাচ্ছে গ্রামের ডেঙ্গু

র‌্যাবের পৃথক অভিযানে পিস্তল মদ ইয়াবা এ্যাম্পুল উদ্ধার গ্রেফতার-১

#

১৯ জুলাই, ২০২৫,  10:34 PM

news image

আবুল হোসেন বাবলুঃ র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের অভিযানে ১৯৬৫ পিস ইয়াবা উদ্ধার সহ ১ মাদক কারবারি গ্রেফতার। অপরদিকে র‌্যাব-১৩'র ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ দিনাজপুর এর পৃথক অভিযানে ১টি বিদেশী রিভলবার, ৫ রাউন্ড তাজা গুলি, ১৮৫ পিস ইয়াবা, ১৭ বোতল বিদেশী মদ ও ৩ পিস নেশাজাতীয় এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার। র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ১৯ জুলাই আনুমানিক সকাল ৯ টায় র‌্যাব-১৩'র সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন কামালপুর ইউনিয়নের কলাবাগান এলাকার রংপুর টু সৈয়দপুরগামী মহাসড়কে জনৈক মোফাজ্জল ইসলামের দোকানের সামনে অভিযান চালিয়ে ধৃত ব্যক্তির প্যান্টের পকেট থেকে ১১টি নীল রংয়ের পলিজীপার প্যাকেটে রক্ষিত ১৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারি নোয়াখালী জেলার সদর থানাধীন উত্তর শৌল্লকিয়া গ্রামের মৃত মোজাফ্ফর আহম্মদ এর ছেলে খোকন মিয়া (৫৫)। ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এর আগে র‌্যাব-১৩'র ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ দিনাজপুর এর একটি আভিযানিক দল ১৯ জুলাই সকাল পৌনে আটটার দিকে দিনাজপুর জেলার কোতয়ালী থানার অন্তর্ভুক্ত দক্ষিণ দাইনুর কনজকুড়ী গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায়।  এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আনোয়ার হোসেনের ছেলে চিহ্নিত মাদক কারবারি এবং সন্ত্রাসী সাগর বাবু (২১)। আসামী পালিয়ে গেলেও ঘর থেকে ০১টি বিদেশী রিভলবার, ০৫ রাউন্ড তাজা গুলি, ১৮৫ পিস ইয়াবা, ১৭ বোতল বিদেশী মদ ও ০৩ পিস নেশাজাতীয় এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব। পলাতক আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করে থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম