ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার ৫

#

০৭ আগস্ট, ২০২৫,  11:50 AM

news image

আবুল হোসেন বাবলুঃ র‌্যাবের পৃথক অভিযানে ৯৯০পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ৫ জন মাদক কারবারি গ্রেফতার। র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর এর একটি আভিযানিক দল ৬ আগস্ট মধ্য রাতে গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার কাহারোল থানাধীন দশ মাইল শ্যামা কালী মন্দিরের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়।  এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির  দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে ৫ টি কালো এয়ারটাইট পলিজিপার প্যাকে সর্বমোট ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। 

গ্রেফতারকৃত মাদক কারবারিরা দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার অন্তর্ভুক্ত নশরতপুর গ্রামের  মোহাম্মদ আলীর ছেলে আব্দুল মজিদ (২৮) এবং একই থানাধীন রাণীপুর গ্রামের আব্দুর রহমান এর ছেলে আসাদুজ্জামান রিপন(২৯)।  একই তারিখ আনুমানিক রাত পৌঁনে তিনটায় র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন পূর্ব কদমা গ্রামে জনৈক মনি বর্মনের বাড়ির সামনে জাওরানী বাজার থেকে বোর্ডের হাট বাজারগামী পাকা রাস্তায় অভিযান চালায়।

অভিযানকালে দুইটি সন্দেহভাজন মোটরসাইকেল থামিয়ে তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন দই খাওয়া গ্রামের মোজাম্মেল হক এর ছেলে পারভেজ রহমান (২২), একই থানাধীন পূর্ব কদমা গ্রামের শ্রী অশ্বিনী চন্দ্র রায় এর ছেলে পিযুষ চন্দ্র রায় (২৫) এবং একই গ্রামের শ্রী কান্তেশ্বর চন্দ্র রায় এর ছেলে শ্রী সাধন চন্দ্র রায় (২৩)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম