ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

যে কারণে অভিনয় ছাড়লেন ইরানি অভিনেত্রী মান্দানা

#

বিনোদন ডেস্ক

২০ জানুয়ারি, ২০২৫,  10:58 AM

news image

ইরানি অভিনেত্রী ও মডেল মান্দানা কারিমি চর্চায় উঠে এসেছিলেন ‘কেয়া কুল হ্যায় হাম ৩’ এবং ‘থর’ এর মতো বলিউড ছবিতে অভিনয়ের সুবাদে। তার আগে বিগ বস ৯-এ অংশগ্রহণ করে লাইমলাইটে উঠে আসেন মান্দনা। বছর খানেক আগে কঙ্গনা রানাওয়াতের ‘লক আপ’ শো-তে একের পর এক বোমা ফাটিয়েছেন। তবে শোবিজ জগত ছেড়েছুড়ে এখন অন্য পথ বেছে নিলেন তিনি।  ধর্মের টানে অভিনেত্রীদের অভিনয় ছাড়ার খবর হামেশাই শোনা যায়, তবে মন্দনা কিন্তু তেমন কোনও কারণে নয় বরং ইন্টেরিয়র ডিজাইনিংকে পেশা এবং শিক্ষকতায় মন দিতে অভিনয়ের সঙ্গে সম্পর্কের পাঠ চুকালেন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী।  হিন্দুস্তান টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে মান্দানা বলেন, ‘আমি এত অল্প বয়সে মডেল হয়েছি; নানা ব্যস্ততায় আর ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে কাজ করতে পারিনি। আমার এক বন্ধু একটি ইম্পিরিয়াল ডিজাইনিং সংস্থার মালিক। তিনি জিজ্ঞাসা করেছিলেন, তারা কী করে, তা আমি দেখতে চাই কি না? যখন প্রতিষ্ঠানটি ঘুরে দেখলাম, আমি এটাকে উপভোগ করতে শুরু করলাম।’ তিনি বলেন, ‘অভিনয় এমন একটি কাজ ছিল যা আমি কখনোই পছন্দ করিনি, এই শিল্পও নয়। আমি সেখানে যে সময় কাটিয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে এটি এমন কিছু ছিল না যার জন্য আমি ক্ষুধার্ত ছিলাম।’ ইন্টেরিয়র ডিজাইনে এক বছরের কোর্স শেষ করার পর করিমি মডেলিং ও অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন। অভিনয় ভুলে আপাতত ৯টা-৫টার কাজ বেছে নিয়েছেন মান্দানা। তার কথায়, ‘আমি এখন অফিসে আমার কাজ শেষ করি, তারপর বাড়িতে আসি …আমার জীবন অনেক বদলে গেছে। কিন্তু এই জীবন ভালোবাসি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম