ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
ফেসবুকে কেউ আপনাকে ব্লক করেছে কিনা যেভাবে বুঝবেন এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল হাজারীবাগে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি আজ মুখোমুখি শ্রীলংকা-আফগানিস্তান, যে সমীকরণের সামনে টাইগাররা যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বেইজিং অলিম্পিক বয়কটের ঘোষণা যুক্তরাষ্ট্রের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০২১,  10:16 AM

news image

চীনের বেইজিংয়ে অনুষ্ঠেয় ২০২২ শীতকালীন অলিম্পিকে রাষ্ট্রীয়ভাবে প্রতিনিধিদল না পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়,

যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা ব্যক্তিগতভাবে বেইজিং অলিম্পিকের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে কোনো বাধা থাকবে না। তবে, যুক্তরাষ্ট্র সরকারের কোনো প্রতিনিধিদল সেখানে যাবে না। বেইজিংয়ে অনুষ্ঠেয় প্যারালিম্পিকের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। প্রতিবন্ধী খেলোয়াড়দের এই অলিম্পিকেও সরকারিভাবে কোনো প্রতিনিধিদল পাঠাবে না যুক্তরাষ্ট্র। খেলোয়াড়েরা নিজেরা এতে অংশ নিতে পারবেন। হোয়াইট হাউসের মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেন, “চীনে মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটছে, এর মানে সেখানে স্বাভাবিক কার্যকলাপ চলতে পারে না। যুক্তরাষ্ট্র এমন ‘পরিষ্কার বার্তা’ দিতে চায়।” হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, “আসন্ন অলিম্পিকে যারা ‘টিম ইউএসএ’ গঠন করবেন, তাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করা হবে। কিন্তু এ উপলক্ষে কোনো ধরনের আনুষ্ঠানিকতায় যাবে না প্রশাসন।” চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ে বিশেষ করে উইঘুরসহ অন্যান্য ক্ষুদ্র নৃতাত্ত্বিক ও ধর্মীয় গোষ্ঠীর লোকজনকে জোরপূর্বক শ্রম এবং তাদের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে চীনের ওপর আরও চাপ প্রয়োগ করতে এমন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেন চীনের ওপর কূটনৈতিক বয়কট বা নিষেধাজ্ঞার কথা বলেছিলেন। মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসিও চীনের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম