ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

বাড়তি ভাড়া দিয়ে কেন্দ্রে আসছে পরীক্ষার্থীরা

#

০৬ নভেম্বর, ২০২১,  10:45 AM

news image

‘আজ ভাড়া অনেক বেশি৷ অন্যান্য সময় এ পথ যেতে রিকশা ভাড়া চল্লিশ টাকা দিলেই হতো। কিন্তু আজ দিতে হচ্ছে একশ থেকে একশ বিশ টাকা।’ কথাগুলো বলছিলেন অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী সোহেল৷ শনিবার (৬ নভেম্বর) সকালে ঢাকা কলেজ কেন্দ্রের বাইরে একাধিক পরীক্ষার্থীর সঙ্গে কথা হলে সবাই একই সমস্যার কথা জানান। রাজধানীর ফার্মগেট থেকে ঢাকা কলেজ পর্যন্ত স্বাভাবিক সময়ে রিকশা ভাড়া চল্লিশ টাকা ৷ তবে গত দু’দিন ধরে ধর্মঘটের কারণে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় বাড়তি ভাড়া গুনে পরীক্ষাকেন্দ্রে যেতে হচ্ছে শিক্ষার্থীদের ৷ সকালে উত্তরা থেকে মেয়েকে নিয়ে পরীক্ষাকেন্দ্রে এসেছেন আফতাবুন শারমিন ৷ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল থেকে রাস্তায় দাঁড়িয়ে থেকে একটা গাড়িও পাইনি৷ বাধ্য হয়ে মেয়েকে নিয়ে সিএনজি অটোরিকশায় করে এলাম। দেড়শো টাকার ভাড়া নিয়েছে পাঁচশ টাকা ৷ কী করবো, মেয়ের পরীক্ষা তো দিতে হবে৷ গত বুধবার (৩ নভেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন দাম ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়। যা কার্যকর হয় ওইদিন রাত ১২টা থেকে। এরপরই কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়া শুক্রবার সকাল থেকে সারাদেশে পরিবহন ধর্মঘট শুরু হয়। এরইমধ্যে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে সাত কলেজের ভর্তি পরীক্ষা ৷ ফলে পরিবহন ধর্মঘটের প্রথম দিন সকালেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তির চিত্র দেখা গেছে। দ্বিতীয় দিনেও এ অবস্থার কোনো পরিবর্তন নেই। গণপরিবহন বন্ধ থাকায় বাধ্য হয়ে পরীক্ষার্থীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। কেন্দ্রের বাইরে কথা হয় রিকশাচালক মাইন মিয়ার সঙ্গে। তিনি বলেন, মামা, সব গাড়ি বন্ধ ৷ আইজকা চাপ বেশি, তাই ভাড়াও বেশি ৷ প্রত্যেকদিন তো আর বেশি নেওয়া পারি না৷ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। সাত কলেজের সাতটি কেন্দ্রসহ মোট ১৪টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। এ বছর সাত কলেজের বিজ্ঞান ইউনিটের মোট ছয় হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪১ হাজার ৯৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম