ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

বাড়ি ফিরেই মেজাজ গরম কারিনার

#

বিনোদন ডেস্ক

২১ জানুয়ারি, ২০২৫,  11:54 AM

news image

চারদিন পর বাড়ি ফিরেই মেজাজ গরম করলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। এর আগে গত বৃহস্পতিবার থেকেই হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা সাইফ আলি খান। সেখানেই সার্বক্ষণিক দেখভাল করেন অভিনেত্রী। ঘটনার পর থেকে পুলিশের আনাগোনাও লেগে রয়েছে। তদন্তের কারণে হাজির হতে হচ্ছে পুলিশকে। এদিকে সেই রাতের ঘটনার পরপরই জেহ ও তৈমুরকে নিজের বাড়িতে নিয়ে যান কারিনার বোন অভিনেত্রী কারিশমা কাপুর। পরে হামলাকারী ধরা পড়ার পর গত রোববার সাইফের দুই সন্তান বাবাকে দেখতে যায়। এ সময় উপস্থিত ছিলেন কারিনা। সোমবার দুই ছেলেকে নিয়ে বাসায় ফিরলেন অভিনেত্রী। কিন্তু ফিরেই রাগে ফেটে পড়লেন তিনি। কিন্তু কেন?

বুধবার গভীর রাতে দুষ্কৃতকারীর হামলায় আহত হলে রক্তাক্ত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। সাইফের শিরদাঁড়ায় গেঁথে ছিল আড়াই ইঞ্চি মাপের একটি ছুরির অংশ। অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয় সেই ছুরি। এখন অভিনেতা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। আট বছরের তৈমুরই নাকি রক্তাক্ত সাইফকে হাসপাতালে নিয়ে যায় বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। আবার প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, বড় ছেলে ইব্রাহিম আলি খান নাকি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বাবাকে। ঘটনার পর থেকে নানা ধরনের মন্তব্য ছড়িয়েছে। নানা মুনির নানা মত।

একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এখনো তা থেমে নেই। আর এতেই বেজায় চটেছেন বেবো। বাড়ি ফিরে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে কারিনা লিখেছেন— আপনাদের মন বলে কিছু নেই। আমাদের একা ছেড়ে দিন। যদিও এই পোস্ট শেয়ার করে নেওয়ার মিনিট কয়েকের মধ্যেই তা মুছে দেন অভিনেত্রী। এমনিতেই বাড়িতে পরিবেশ যথেষ্ট ভারি। এর মধ্যে দুই ছেলের মন ভালো করতে চেষ্টার খামতি রাখছেন না কারিনা। বাড়িতে ঢুকে ছেলেদের জন্য নিয়ে আসেন খেলনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম