ঢাকা ০৩ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত বারহাট্টায় গোপনাঙ্গ কেটে বানানো হচ্ছে হিজড়া, চলছে মাসিক চাঁদাবাজি যেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া কক্সবাজারে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা আগামীকাল: এনসিপি বর্ষায় শাকপাতা খান নিয়ম মেনে খিলগাঁওয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগ সুন্দরবন স্কয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ ছিল, ফায়ার সার্ভিসও সতর্ক করেছিল দেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগ নেই: বাণিজ্য উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন ৫ আগস্ট

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

#

ক্রীড়া প্রতিবেদক

২১ মে, ২০২৫,  4:29 PM

news image

বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিশ্চিত হওয়ার পর এবার সিরিজের সূচিও চূড়ান্ত হলো। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু আগামী বুধবার। সিরিজের পরের দুই ম্যাচ ৩০ মে ও ১ জুন। গোটা সিরিজই হবে লাহোরে। সব ম্যাচই শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের সিরিজ শেষ হচ্ছে বুধবার। এরপর বৃহস্পতিবার বিশ্রাম নিয়ে শুক্র ও শনিবার দুবাইয়ে অনুশীলন করবে লিটন কুমার দাসের দল। এরপর রোববার তারা রওনা হবে লাহোরের পথে। আইসিসির ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ভাবনায় রেখে পরে দুই দেশের বোর্ডের আলোচনায় ওয়ানডে সিরিজ বাদ দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চূড়ান্ত করা হয়। সিরিজটি শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাবে অনিশ্চিত হয়ে পড়ে বাংলাদেশের সফর। পরে দুবাইয়ে দুই দেশের বোর্ড কর্তাদের মধ্যে দীর্ঘ আলোচনা শেষে সফর চূড়ান্ত হয়। পিসিবি মঙ্গলবার জানায়, পাঁচ ম্যাচের বদলে তিন ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। তবে সূচি ঘোষণা করা হয়নি তখন। সেই আনুষ্ঠানিকতাও এবার হয়ে গেল। এই সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা করা হয় বুধবার সকালেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম