ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

ফরিদপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর, ২০২৫,  11:17 AM

news image

ফরিদপুরের মধুখালী উপজেলায় সাপের কামড়ে রিজিয়া বেগম (৫৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিজিয়া বেগম ওই গ্রামের গগন মোল্লার স্ত্রী। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান। স্থানীয় বাসিন্দারা জানান, ফজরের নামাজ শেষে ঘর থেকে বের হওয়ার সময় দরজার সামনের সিঁড়ির নিচে থাকা বিষধর সাপ তাকে কামড় দেয়। পরিবারের লোকজন দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. কবির সরদার বলেন, রিজিয়া বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, সাপের কামড়ে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে পরিবার নিশ্চিত করেছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম