ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

প্লে স্টোরে থাকা ক্ষতিকর অ্যাপ চেনার উপায়

#

আইটি ডেস্ক

২১ জুলাই, ২০২৫,  10:59 AM

news image

মাঝে মাঝেই শোনা যায় প্লে স্টোর ক্ষতিকর অ্যাপ সরিয়ে নিয়েছে। এই সংখ্যা কিন্তু নেহাত কম নয়। হাজার হাজার এমন অ্যাপ সরিয়ে নিচ্ছে প্রতিনিয়ত গুগল। ব্যবহারকারীদের নিরাপত্তার জন্যই এই কাজ করে গুগল। গুগলের প্লে স্টোরে রয়েছে লাখ লাখ অ্যাপ। যখন যা প্রয়োজন ডাউনলোড করে নিতে পারছেন। তবে এই প্লে স্টোরেও রয়েছে ক্ষতিকর অ্যাপ। যা একেবারে আসল অ্যাপের মতোই দেখতে। হ্যাকরা এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের বিভিন্ন ডাটা চুরি করে।  কিন্তু প্রশ্ন হচ্ছে লাখ লাখ অ্যাপের মধ্যে ক্ষতিকর বা ভুয়া অ্যাপ আপনি চিনবেন কীভাবে? এর কয়েকটি উপায় আছে। যেগুলো খেয়াল রাখলে আপনি এসব অ্যাপ সহজেই চিনতে পারবেন-

১। নতুন অ্যাপ ডাউনলোড করার আগে দেখতে হবে, অ্যাপটির উৎস কী। অর্থাৎ ডেভেলপারের নাম, তৈরির সময়, কী কী ফিচার রয়েছে। অ্যাপের বিবরণ, বিশেষ করে ভাষা এবং বানানে যদি কোনো অসঙ্গতি বা ভুল থাকে, তাহলে সেটি একটি সতর্ক সঙ্কেত হতে পারে।

২। ব্যবহারকারীরা কী মতামত দিচ্ছেন। অ্যাপের রিভিউ এবং রেটিংগুলো মনোযোগ দিয়ে পড়ুন। যদি অধিকাংশ রিভিউ নেতিবাচক হয় বা একই ধরনের ভাষা ব্যবহার করে লেখা হয়, তাহলে সেটি নকল বা ক্ষতিকারক অ্যাপ হতে পারে।

৩। অ্যাপটি ইনস্টল করার সময়ে যদি আপনার ফোনের অডিও, ভিডিও, ক্যামেরা, লোকেশন, ব্যক্তিগত তথ্যের অনুমতি চায়, ইনস্টল করবেন না। যদি কোনো অ্যাপ ফ্রি বা আনলিমিটেড ইত্যাদি অতিরিক্ত বৈশিষ্ট্যর প্রতিশ্রুতি দেয়, তাহলে সতর্ক থাকুন। এই ধরনের প্রতিশ্রুতি প্রায়শই প্রতারণার অংশ হয়।

৪। গুগল প্লে প্রোটেক্টর ব্যবহার করতে পারেন। এটি একটি বিল্টইন সুরক্ষা ব্যবস্থা, যা ক্ষতিকারক অ্যাপ শনাক্ত করতে সাহায্য করে। অ্যাপ ডাউনলোড করার আগেই অ্যাপগুলো স্ক্যান করে আপনাকে সতর্ক করতে পারবে এটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম