ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

প্রথমবারের মতো বাংলাদেশের মিউজিক ভিডিওতে মিমি

#

২১ ডিসেম্বর, ২০২১,  2:23 PM

news image

চিত্রনায়ক নিরবের বিপরীতে প্রথমবারের মতো বাংলাদেশের মিউজিক ভিডিওতে কাজ করলেন মিমি চক্রবর্তী। এর মাধ্যমে দুই বাংলার দর্শক দেখতে যাচ্ছেন নতুন এই জুটির রসায়ন। টিএম রেকর্ডসের উদ্যোগে নির্মিত নিরব-মিমির গান ভিডিওটি বানিয়েছেন ভারতীয় কোরিওগ্রাফার বাবা যাদব। রাজস্থানের কয়েকটি লোকেশনে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। নিরব-মিমির এই মিউজিক ভিডিওর জন্য গানটিতে কণ্ঠ আরিফিন রুমি। গানের নাম ‘তুই আর আমি চল করি পাগলামি’। এর কথা লিখেছেন কৌশিক হোসেন তাপস। সুর ও সংগীতায়োজন তারই। রোমান্টিকভাবে সাজানো এ গানের কস্টিউম ও স্টাইলিশ ডিজাইন করেন ফারজানা মুন্নী। সিনেমার বাইরে নিরবকে দেখা যায়না। এমনকি নাটকেও নয়! কেন মিউজিক ভিডিও করলেন জানতে চাইলে নিরব চ্যানেল আই অনলাইনকে বলেন, কাজটির করার প্রথম কারণ তাপস ভাই। উনি যখন গানটি শোনালেন প্রথমে মনে হয়েছে আউটস্ট্যান্ডিং কাজ। দ্বিতীয়ত মিমি চক্রবর্তী থাকছেন। নিরব আরো বলেন, মিমি ক্যামেরার পিছনে এক, অথচ ক্যামেরার সামনে পুরোপুরি পেশাদার একজন শিল্পী। তার সাথে যখন অনস্ক্রিনে শুটিং করছিলাম মনে হচ্ছিল যেন তাকে টিভি দেখছি। কাজটি খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের আয়োজনে কোনো কমতি ছিল না। জানা যায়, নতুন বছরের শুরুতে অন্যতম চমক হিসেবে নিরব-মিমির মিউজিক ভিডিওটি প্রকাশ হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম