ঢাকা ০৩ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত বারহাট্টায় গোপনাঙ্গ কেটে বানানো হচ্ছে হিজড়া, চলছে মাসিক চাঁদাবাজি যেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া কক্সবাজারে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা আগামীকাল: এনসিপি বর্ষায় শাকপাতা খান নিয়ম মেনে খিলগাঁওয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগ সুন্দরবন স্কয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ ছিল, ফায়ার সার্ভিসও সতর্ক করেছিল দেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগ নেই: বাণিজ্য উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন ৫ আগস্ট

পিএসএলে রেকর্ড গড়ে ‘সবার ওপরে’ রিশাদ

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ মে, ২০২৫,  10:53 AM

news image

টানা তিন ম্যাচে লাহোর কালান্দার্সের একাদশে জায়গা হয়নি রিশাদ হোসেনের। করাচি কিংসের বিপক্ষে ফিরেই দারুণ বোলিং করলেও দলকে জেতাতে পারেননি বাংলাদেশের এই লেগ স্পিনার। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ৩ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নেন ২২ বছর বয়সী রিশাদ। আর তাতেই সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহকে ছাড়িয়ে পিএসএলে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যান রিশাদ। প্রথম ওভারে উইকেট নিয়ে একাদশে ফেরার ম‍্যাচে শুরুটা দারুণ করেন রিশাদ হোসেন। কিন্তু পরের ওভারে চার-ছক্কা হজম করে খরুচে হয়ে যান তরুণ এই লেগ স্পিনার। শেষ ওভারেও হজম করেন বাউন্ডারি। এর আগে একদম শেষে ব‍্যাটিংয়ে নেমে ১ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি। পিএসএলে রবিবার (০৪ মে) বৃষ্টি বিঘ্নিত ম‍্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে করাচির বিপক্ষে ৪ উইকেটে হেরেছে রিশাদের দল লাহোর কালান্দার্স। ১৫ ওভারে ৮ উইকেটে ১৬০ রান করে লাহোর। তাদের ইনিংসের মাঝপথে বৃষ্টির বাগড়ায় ম‍্যাচের দৈর্ঘ‍্য কমায় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১৬৮ রানের লক্ষ‍্য পায় করাচি। দলটি ৩ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে লক্ষ‍্য। লক্ষ্য রক্ষায় শুরুতে লাহোরের হয়ে বল হাতে আসেন রিশাদ হোসেন। নিজের প্রথম ওভারেই গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। করাচির ব্যাটার জেমস ভিন্স ১২ বলে ১৩ রান করে সীমানায় ধরা পড়েন সিকান্দার রাজার হাতে। তাতেই তিনি বনে যান পাকিস্তান সুপার লিগে সর্বোচ্চ উইকেটশিকারী বাংলাদেশি বোলার। সে ওভারে রিশাদ দেন মাত্র ৭ রান। তবে দ্বিতীয় ওভারে কিছুটা চাপের মুখে পড়েন তিনি। পাকিস্তানি ব্যাটার সাদ বেগ তার ওপর চড়াও হন। এক চার ও এক ছক্কায় ওভারটি থেকে তুলে নেন ১৩ রান। এরপরও রিশাদ দমে যাননি। শেষ ওভারে আবারও দুর্দান্ত বোলিং করেন। ৮ রান দেন, উইকেট না পেলেও রান চেপে ধরেন। মোট তিন ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন রিশাদ। বিশেষ করে যখন ম্যাচে করাচির প্রয়োজন ছিল ৫ ওভারে ৬৬ রান, তখন রিশাদের ওভারটি ছিল গুরুত্বপূর্ণ। ওই সময় তিনি দেন মাত্র ৮ রান, যা লাহোরের জন্য খানিকটা স্বস্তি নিয়ে আসে। রিশাদের কোটা শেষ হওয়ার পর ৪ ওভারে করাচির প্রয়োজন ছিল ৫৮ রান। ইরফান খানের বিস্ফোরক ব‍্যাটিংয়ে সেই সমীকরণ মিলিয়ে দারুণ জয় পায় করাচি। ২১ বলে পাঁচ ছক্কা ও দুই চারে ৪৮ রানে অপরাজিত থাকেন ইরফান। ৮ ম‍্যাচে পঞ্চম জয়ে তিন উঠে গেল করাচি। ৯ ম‍্যাচে ৯ পয়েন্ট নিয়ে চারে নেমে গেল লাহোর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম