ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

নেইমারের মাইলফলক ছোঁয়া গোলে সান্তোসের জয়

#

স্পোর্টস ডেস্ক

১৭ জুলাই, ২০২৫,  11:05 AM

news image

ব্রাজিলিয়ান সিরি আ’লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ফ্লামেঙ্গোর বিপক্ষে দারুণ চমক দেখাল রেলিগেশন অঞ্চলের সান্তোস। ইনজুরি কাটিয়ে ফেরা নেইমারের একমাত্র গোলে শক্তিশালী ফ্লামেঙ্গোকে ১-০ গোলে হারিয়েছে তারা। বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে ৮৪তম মিনিটে গোলটি করেন নেইমার। মাঝমাঠে বল কেরে নেয় সান্তোস, বাঁ প্রান্তে লম্বা পাস পেয়ে গুইলের্মে ডি-বক্সে বাড়ান, সেখান থেকে বল পেয়ে দুর্দান্ত ড্রিবল ও নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। ম্যাচে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে সমান লড়েছে সান্তোস। ফ্লামেঙ্গো ১০টি শটের ৫টি লক্ষ্যে রাখতে পারলেও, সান্তোস ৮ শটের ৪টি রাখে লক্ষ্যে। গোল ছাড়াও নেইমার এদিন তৈরি করেন ৩টি গোলের সুযোগ, যার মধ্যে ২টি ছিল বড় সুযোগ। সঙ্গে সফল ড্রিবল করেছেন ২ বার। এই গোলের মাধ্যমে ক্যারিয়ারের নতুন মাইলফলক ছুঁয়েছেন ৩৩ বছর বয়সী নেইমার। ৭৩২ ম্যাচে ৪৪৩ গোল ও ২৫৭ অ্যাসিস্ট করেছেন তিনি। চলতি মৌসুমে এটি সান্তোসের হয়ে তার চতুর্থ গোল হলেও, লিগে এটাই প্রথম। এই জয়ের ফলে ১৩ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে সান্তোস উঠে এসেছে ১৩ নম্বরে। অন্যদিকে, হার সত্ত্বেও ১৩ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ফ্লামেঙ্গো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম