ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

চতুর্থবারের মতো সংসার ভাঙল জেনিফার লোপেজের

#

বিনোদন ডেস্ক

০৮ জানুয়ারি, ২০২৫,  10:52 AM

news image

ভেঙেই গেল পপ তারকা জেনিফার লোপেজের চতুর্থ সংসার। জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জেনিফার লোপেজ এবং অভিনেতা বেন অ্যাফ্লেকের দাম্পত্য সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। গত ২০ আগস্ট লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেছিলেন লোপেজ। আদালত সম্প্রতি সেই আবেদন মঞ্জুর করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সমঝোতার ভিত্তিতে তারা বিচ্ছেদ চূড়ান্ত করেছেন।বিচ্ছেদ প্রক্রিয়া সমঝোতার ভিত্তিতে হওয়ায় দুজনের কাউকেই ভরণপোষণের জন্য অর্থ দিতে হবে না। বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর লোপেজ তার নাম থেকে ‘অ্যাফ্লেক’ পদবিটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। ২০০০ সালে প্রথম সম্পর্কে জড়ান জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। সেই সময় তাদের বাগদান সম্পন্ন হলেও, নানা কারণে তারা বিয়ের পিঁড়িতে বসতে পারেননি। তবে দুই দশক পর, ২০২২ সালে লাস ভেগাসে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিবাহিত জীবনের দুই বছরের মধ্যেই তাদের সম্পর্কে ফাটল ধরে। আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিলে তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। এর আগে জেনিফার লোপেজ ২০০৪ সালে সংগীতশিল্পী মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন। দশ বছর পর, ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। বেন অ্যাফ্লেকের সঙ্গে লোপেজের এটি ছিল চতুর্থ বিয়ে। অন্যদিকে, বেন অ্যাফ্লেক ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেন। তাদের সংসারও ২০১৮ সালে বিচ্ছেদে গড়ায়। গার্নারের সঙ্গে অ্যাফ্লেকের তিনটি সন্তান রয়েছে।   জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের দাম্পত্য জীবনের সমাপ্তি তাদের ভক্তদের জন্য এক বড় ধাক্কা হলেও, তারা নিজেদের সিদ্ধান্তে সম্মান রেখে নতুন করে জীবনের পথে এগিয়ে যাচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম