ঢাকা ১৪ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে তিতাস গ্যাসের অভিযানে ৩টি অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আশুলিয়ায় অপহরণের পর শিশুকে গলাকেটে হত্যা, ঘাতক যুবক গ্রেফতার বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র ‘শাপলা’ প্রতীক না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা এনসিপির হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ বিএনপির জরুরি অবস্থা প্রধানমন্ত্রীর ইচ্ছায় নয়, লাগবে মন্ত্রিসভার অনুমোদন বেঁচে যাওয়া টাকা ফেরত দিলো ধর্ম মন্ত্রণালয় নির্বাচনের সম্ভাব্য সময়ের ধারণা দিলেন সিইসি আগামী বছরের হজের খরচ আরও কমানোর চেষ্টা করা হচ্ছে: ধর্ম উপদেষ্টা ত্বকের যত্নে মধু ব্যবহার করবেন যেভাবে

গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুলাই, ২০২৫,  11:05 AM

news image

ইসরায়েলি বর্বরতা প্রতি মুহূর্তে জীবন দিতে হচ্ছে ফিলিস্তিনিদের। গাজা উপত্যকায় ত্রাণ দেওয়ার সময়ও গুলি চালাচ্ছে বর্বর ইহুদিবাদী সেনারা। গত দুই মাসে ত্রাণ নিতে গিয়ে তাদের গুলিতে নিহত হয়েছেন ৭৯৮ জন ফিলিস্তিনি। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার অফিস (ওএইচসিএইচআর) এই তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, মে মাসের শেষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এবং অন্যান্য মানবিক কনভয় পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোতে খাবার নিতে গিয়ে কমপক্ষে ৭৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওএইচসিএইচআরের মুখপাত্র রাভিনা শামদাসানি এ তথ্য জানান। মুখপাত্র বলেছেন, “৭ জুলাই পর্যন্ত আমরা ৭৯৮টি হত্যাকাণ্ড রেকর্ড করেছি, যার মধ্যে ৬১৫টি গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের আশেপাশে এবং ১৮৩টি সম্ভবত ত্রাণ বহরে যাওয়ার পথে ঘটেছে।” জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল জিএইচএফকে সমর্থন করেছে এবং এই বেসরকারি সংস্থাটি চারটি খাদ্য বিতরণ অঞ্চল তদারকির জন্য আমেরিকান ভাড়াটে সেনা নিয়োগ করেছে। গাজায় জিএইচএফ মে মাসের প্রথম দিকে কার্যক্রম শুরু করার পর থেকে খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা লোকদের প্রায় প্রতিদিন গুলি করার জন্য কুখ্যাত হয়ে উঠেছে। খাদ্য খুঁজছেন এমন ফিলিস্তিনিদের জটিল নির্দেশাবলীর একটি সেট নেভিগেট করতে হয় এবং নির্দিষ্ট রুট মেনে চলতে হয়, পাশাপাশি খাদ্য কেন্দ্রগুলোতে পৌঁছানোর জন্য দীর্ঘ দূরত্ব হেঁটে যেতে হয়। তবুও তারা নিরাপদ থাকবেন এমন কোনও নিশ্চয়তা নেই। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম