ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

ক্যাসিনোকাণ্ড: এনু-রুপনের অর্থপাচার মামলার রায় পেছালো

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২২,  11:31 AM

news image

রাজধানীর ওয়ারী থানায় অর্থপাচারের অভিযোগে গ্রেপ্তার সহোদর এনামুল হক এনু ও রুপন ভুঁইয়াসহ ১১ জনের মামলার রায় পিছিয়ে গেছে। অসুস্থতার কারণে বিচারক ছুটিতে থাকায় রায় ঘোষণার দিন পিছিয়ে গেছে।  আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. ইকবাল হোসেন সমকালকে জানিয়েছেন, বিচারক অসুস্থ থাকায় আজ রায় ঘোষণা হচ্ছে না। রায়ের নতুন তারিখ দুপুরের দিকে ধার্য করা হবে। ঢাকার পঞ্চম বিশেষ জজ ইকবাল হোসেনের আদালতে বুধবার এ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন গত ১৬ মার্চ এ দিন ধার্য করেন।

মামলার অপর আসামিরা হলেন- মেরাজুল হক ভূঁইয়া শিপলু, রশিদুল হক ভূঁইয়া, সহিদুল হক ভূঁইয়া, জয় গোপাল সরকার, পাভেল রহমান, তুহিন মুন্সি, আবুল কালাম আজাদ, নবীর হোসেন শিকদার ও সাইফুল ইসলাম। আসামিদের মধ্যে শিপলু, রশিদুল, সহিদুল ও পাভেল মামলার শুরু থেকে পলাতক। তুহিন জামিনে আছেন। অপর ৬ আসামি কারাগারে আছেন। জানা যায়, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানে ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো জুয়া পরিচালনাকারী এনুর কর্মচারী আবুল কালাম আজাদের ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিটের বাড়ি ঘেরাও করে র‌্যাব। কালামের স্ত্রী ও মেয়ের দেখানো তথ্য অনুযায়ী, ৪র্থ তলার বাড়ির দ্বিতীয় তলা থেকে দুই কোটি টাকা উদ্ধার করে র‌্যাব।  এ ঘটনায় র‌্যাব-৩ এর পুলিশ পরিদর্শক জিয়াউল হাসান ২৫ নভেম্বর ওয়ারী থানায় অর্থপাচার আইনে মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে ২০২০ সালের ২১ জুলাই ১১ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে সিআইডি পুলিশ।  গত বছরের ৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলাটির বিচার চলাকালে ২০ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ১২টি মামলা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম