ঢাকা ০৩ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত বারহাট্টায় গোপনাঙ্গ কেটে বানানো হচ্ছে হিজড়া, চলছে মাসিক চাঁদাবাজি যেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া কক্সবাজারে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা আগামীকাল: এনসিপি বর্ষায় শাকপাতা খান নিয়ম মেনে খিলগাঁওয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগ সুন্দরবন স্কয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ ছিল, ফায়ার সার্ভিসও সতর্ক করেছিল দেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগ নেই: বাণিজ্য উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন ৫ আগস্ট

কলম্বো টেস্ট: আড়াইশোর আগেই থামাল বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

২৬ জুন, ২০২৫,  11:21 AM

news image

কলম্বো টেস্টে আগে ব্যাট করতে নেমে নিজেদের সেরাটা দিতে পারেনি টাইগাররা। তবে শেষ দিকে ব্যাট চালাতে থাকেন তাইজুল ইসলাম। তার ৩৩ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ২৪৭ রান করেছে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেছেন সাদমান ইসলাম। বৃহস্পতিবার (২৬ জুন) দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছিলেন আগের দিনে অপরাজিত থাকা তাইজুল ইসলাম (৯) এবং এবাদত হোসেন (৫)। দিনের শুরুতে ব্যক্তিগত তিন রান যোগ করতেই ফার্নান্দোর বলে লেগ বিফোরে কাটা পড়েন এবাদত তবে শেষ দিকে লড়াই করতে থাকেন তাইজুল। ৬০ বলে ৩৩ রান করে এই ব্যাটার আউট হলে ২৪৭ রানে অলআউট হয় বাংলাদেশ।এর আগে প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ২২০ রান তুলতে পেরেছিল শান্ত বাহিনী। প্রথমে ব্যাট করতে নেমে ১০ বলে শূন্য রান করে সাজঘরে ফেরেন ওপেনার বিজয়। এতে দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায় টাইগাররা। তৃতীয় উইকেটে মুমিনুল হক সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন সাদমান ইসলাম। তবে ইনিংস বড় করতে পারেননি মুমিনুল। ৩৯ বলে ২১ রান করে ক্যাচ আউট হন এই অভিজ্ঞ ব্যাটার।  এরপর পিচে আসেন শান্ত। ব্যক্তিগত ৭ রান তুলতেই লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। প্রথম সেশনে ২৬ ওভার ব্যাট ২ উইকেট হারিয়ে ৭৬ রান তুলেছিল টাইগাররা। বিরতির পর দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমেই দুই উইকেট হারায় বাংলাদেশ। ২৮তম ওভারে শেষ বলে ক্যাচ আউট হন শান্ত।পরের ওভারে তাকে সঙ্গ দিয়ে মাঠ ছাড়েন ওপেনার সাদমান। ৯৩ বলে ৪৬ রান করেন তিনি। এতে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তখন দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন লিটন ও মুশফিক। উইকেটে থিতু হওয়ার পর কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। সোনাল ধিনুসার করা অফ স্টাম্পের বাইরের বল টার্ন করে ভেতরে ঢোকার সময়  কাট করতে যান লিটন, তাতে ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপারের গ্লাভসে। সাজঘরে ফেরার আগে ৫৬ বলে ৩৪ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। আর লিটনের বিদায়ে ভাঙে ৬৭ রানের পঞ্চম উইকেট জুটি। ত্রিশের ঘরে আটকেছেন বাংলাদেশের আরো এক ব্যাটার। সাতে নামা মেহেদি মিরাজও ভালো শুরু পেয়েছিলেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ৪২ বলে করেন ৩১ রান। উইকেটে নাঈম হাসান বেশ সতর্ক ছিলেন। তার ব্যাটিং বেশ ইতিবাচক ছিল। তবে দিনের একেবারে শেষ দিকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরেন তিনি। তার আগে ৫১ বলে ২৫ রান করেন তিনি। এরপর দিনের বাকিটা সময় কাটিয়েছেন তাইজুল ও এবাদত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম