
স্পোর্টস ডেস্ক
২৬ জুন, ২০২৫, 11:21 AM

কলম্বো টেস্ট: আড়াইশোর আগেই থামাল বাংলাদেশ
কলম্বো টেস্টে আগে ব্যাট করতে নেমে নিজেদের সেরাটা দিতে পারেনি টাইগাররা। তবে শেষ দিকে ব্যাট চালাতে থাকেন তাইজুল ইসলাম। তার ৩৩ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ২৪৭ রান করেছে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেছেন সাদমান ইসলাম। বৃহস্পতিবার (২৬ জুন) দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছিলেন আগের দিনে অপরাজিত থাকা তাইজুল ইসলাম (৯) এবং এবাদত হোসেন (৫)। দিনের শুরুতে ব্যক্তিগত তিন রান যোগ করতেই ফার্নান্দোর বলে লেগ বিফোরে কাটা পড়েন এবাদত তবে শেষ দিকে লড়াই করতে থাকেন তাইজুল। ৬০ বলে ৩৩ রান করে এই ব্যাটার আউট হলে ২৪৭ রানে অলআউট হয় বাংলাদেশ।এর আগে প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ২২০ রান তুলতে পেরেছিল শান্ত বাহিনী। প্রথমে ব্যাট করতে নেমে ১০ বলে শূন্য রান করে সাজঘরে ফেরেন ওপেনার বিজয়। এতে দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায় টাইগাররা। তৃতীয় উইকেটে মুমিনুল হক সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন সাদমান ইসলাম। তবে ইনিংস বড় করতে পারেননি মুমিনুল। ৩৯ বলে ২১ রান করে ক্যাচ আউট হন এই অভিজ্ঞ ব্যাটার। এরপর পিচে আসেন শান্ত। ব্যক্তিগত ৭ রান তুলতেই লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। প্রথম সেশনে ২৬ ওভার ব্যাট ২ উইকেট হারিয়ে ৭৬ রান তুলেছিল টাইগাররা। বিরতির পর দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমেই দুই উইকেট হারায় বাংলাদেশ। ২৮তম ওভারে শেষ বলে ক্যাচ আউট হন শান্ত।পরের ওভারে তাকে সঙ্গ দিয়ে মাঠ ছাড়েন ওপেনার সাদমান। ৯৩ বলে ৪৬ রান করেন তিনি। এতে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তখন দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন লিটন ও মুশফিক। উইকেটে থিতু হওয়ার পর কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। সোনাল ধিনুসার করা অফ স্টাম্পের বাইরের বল টার্ন করে ভেতরে ঢোকার সময় কাট করতে যান লিটন, তাতে ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপারের গ্লাভসে। সাজঘরে ফেরার আগে ৫৬ বলে ৩৪ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। আর লিটনের বিদায়ে ভাঙে ৬৭ রানের পঞ্চম উইকেট জুটি। ত্রিশের ঘরে আটকেছেন বাংলাদেশের আরো এক ব্যাটার। সাতে নামা মেহেদি মিরাজও ভালো শুরু পেয়েছিলেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ৪২ বলে করেন ৩১ রান। উইকেটে নাঈম হাসান বেশ সতর্ক ছিলেন। তার ব্যাটিং বেশ ইতিবাচক ছিল। তবে দিনের একেবারে শেষ দিকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরেন তিনি। তার আগে ৫১ বলে ২৫ রান করেন তিনি। এরপর দিনের বাকিটা সময় কাটিয়েছেন তাইজুল ও এবাদত।