ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

ইনস্টাগ্রাম মেসেজে করা যাবে লোকেশন শেয়ার

#

আইটি ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৪,  11:08 AM

news image

নিজেদের ডিএম বা ডিফল্ট মেসেজে বাড়তি কিছু ফিচার যোগ করেছে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। এখন লাইভ লোকেশন শেয়ার করা যাবে মেসেজ অপশনেই। পাশাপাশি এখন ডিফল্ট মেসেজ অপশনে বন্ধুদের মজার সব ডাকনামও যোগ করা যাবে। ডিফল্ট মেসেজে শেয়ার করার মতো তিনশোর বেশি নতুন স্টিকারও এসেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। এক ঘণ্টা পর্যন্ত নতুন লোকেশন শেয়ারের ফিচারটি চালু করা যাবে। আর এটি শুধু প্রাইভেট মেসেজে থাকা চেনাজানা লোকদের কাছেই দেখাবে। আর নির্ধারিত চ্যাট বক্সের বাইরের কারও কাছেও ফরওয়ার্ড করা যাবে না এ লোকেশন। ফিচারটি ডিফল্টভাবে বন্ধ থাকে। আর এটি চালু করা প্রতিটি চ্যাট বক্সের ওপরে ‘ইউ আর শেয়ারিং ইয়োর লোকেশন’ লেখা নোটিফিকেশন পাবে ব্যবহারকারী। ম্যানুয়ালি বা নিজে থেকেও যে কোনো সময় লোকেশন শেয়ার করার ফিচার বন্ধ করা যাবে। ‘নিকনেইম’ ফিচারের মাধ্যমে মেসেজে বন্ধুদের ডাক নাম যোগ করা যাবে। “রসিকতা করে বন্ধুকে কোনও নাম দিতে বা কেবল তাদের চেনা সহজ করতে নিকনেইম ফিচার ব্যবহার করতে পারেন।” – ফিচার ঘোষণায় এমনটাই বলেছে ইনস্টাগ্রাম। চিন্তার কিছু নেই এসব ডাকনাম শুধু ডিফল্ট মেসেজেই দেখানো হবে, প্ল্যাটফর্মের অন্য কোথাও নয়। একজন ব্যবহারকারী যে কোনও সময় বন্ধুদের ডাকনাম বেছে নিতে ও বদলাতে পারবেন। ফিচারটি ব্যবহারের জন্য, চ্যাট বক্সের শীর্ষে থাকা নামের ওপর চাপুন। ‘নিকনেইম’ অপশনটি বেছে নিন, ও যে ইউজারনেইম পরিবর্তনকরতে চান সেটি বেছে নিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম