ঢাকা ০৩ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত বারহাট্টায় গোপনাঙ্গ কেটে বানানো হচ্ছে হিজড়া, চলছে মাসিক চাঁদাবাজি যেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া কক্সবাজারে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা আগামীকাল: এনসিপি বর্ষায় শাকপাতা খান নিয়ম মেনে খিলগাঁওয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগ সুন্দরবন স্কয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ ছিল, ফায়ার সার্ভিসও সতর্ক করেছিল দেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগ নেই: বাণিজ্য উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন ৫ আগস্ট

আলমাদার গোলে হার এড়ালো আর্জেন্টিনা

#

স্পোর্টস ডেস্ক

১১ জুন, ২০২৫,  10:51 AM

news image

বিশ্বকাপে জায়গা আগেই নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। তাই বাছাইপর্বের ম্যাচগুলো এখন কোচ স্কালোনির ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে কলম্বিয়ার বিপক্ষে একটা জোর ধাক্কাই খেয়েছে আর্জেন্টিনা। ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো আলবিসেলেস্তেদের। বুধবার ভোরে এস্তাদিও মনুমেন্তালে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। ম্যাচের ২৪তম মিনিটে লুইস দিয়াজের দারুণ এক গোলে লিড পায় কলম্বিয়া। পরে ৮০তম মিনিটে থিয়াগো আলমাদার গোলে সমতায় ফেরে ১০ জনের দলে পরিণত হওয়া স্কালোনির শিষ্যরা।  এদিন শুরু থেকে লিওনেল মেসিকে খেলান স্ক্যালোনি। ম্যাচের মিনিটে তার ফ্রি কিক থেকেই প্রথম সুযোগ পায় স্বাগতিকরা। কলম্বিয়ার ফুটবলাররা তার ফ্রি কিক ক্লিয়ার করলেও বল পান এনজো ফের্নান্দেজ। এরপর মেসিকে বল দেন তিনি। আর্জেন্টাইন অধিনায়কের ডান পায়ের শট গোলবারের পাশ দিয়ে চলে যায়। ১৬তম মিনিটে আক্রমণ চালা কলম্বিয়া। হামেশ রদ্রিগেজের পাসে বল লক্ষ্যে রাখতে পারেননি মাচাদো। ২২তম মিনিটে হুলিয়ান আলভারেজ বক্সের সামনে বল পেয়ে বাঁ দিকে সরে লক্ষ্যে শট নিলেও তাকে হতাশ করেন কলম্বিয়ান গোলকিপার। এর দুই মিনিট পর লুইস দিয়াজের অবিশ্বাস্য গোলে স্তব্ধ হয়ে যায় আর্জেন্টিনার গ্যালারি। মাঝমাঠ থেকে বল নিয়ে বাঁ দিক দিয়ে বক্সে ঢোকেন দিয়াজ। এরপর একে একে আর্জেন্টিনার তিন ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান তিনি। ৩০ মিনিটে ফের্নান্দেজ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। ৩৯তম মিনিটে আলভারেজের শট ব্লক করে স্বাগতিকদের সুবর্ণ সুযোগ নষ্ট করেন ডেভিনসন সানচেজ। প্রথমার্ধ শেষে আর্জেন্টিনাকে ১-০ গোলে পিছিয়েই থাকতে হয়। দ্বিতীয়ার্ধের ৭০তম মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন ফের্নান্দেজ। হেড করতে যাওয়া কাস্তানোর মাথায় তার বুটের আঘাত লাগলে রেফারি তাকে মার্চিং অর্ডার দেন। ৭৮তম মিনিটে মেসিকে তুলে নিয়ে এজিকুয়েল পালাসিওসকে নামান স্ক্যালোনি। নেমেই দারুণ ছাপ রাখেন তিনি। দুই মিনিট পর বক্সের সামনে আলভারেজকে বল দিয়েছিলেন। তার শট ব্লক করে কলম্বিয়া। ৮১ মিনিটে পালাসিওসের পাস ধরে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান থিয়াগো আলমাদা। তার গোলেই ড্র নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম