
NL24 News
১২ এপ্রিল, ২০২৫, 6:10 PM

আরব আমিরাতে বাংলাদেশ স্কুলে এসএসসি পরীক্ষা শুরু
এস এম করিম উদ্দীন: বাংলাদেশের সাথে মিল রেখে আরব আমিরাতে দুই বাংলাদেশি স্কুলে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) আমিরাতের স্থানীয় সময় সকাল আট টায় ছাত্র ছাত্রীদের মাঝে প্রশ্ন পত্র বিতরণের মাধ্যমে পরীক্ষার আনুষ্টানিকতা শুরু হয়। দুই স্কুলেই দূতাবাসের পক্ষ হতে পরীক্ষা পরিদর্শক হিসেবে দুজন কর্মকর্তা ছিলেন।রাজধানী আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলের পরিদর্শক ছিলেন দূতালয় প্রধান শাহনাজ আক্তার। এই স্কুলে ২৯ জন ছাত্রী এবং ২৪ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। অন্যদিকে রাস আল খাইমাহ ইংলিশ প্রাইভেট স্কুলে ১৬ জন ছাত্র এবং ১৩ জন ছাত্রী এবারের এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে।পরীক্ষা পরিদর্শক হিসেবে ছিলেন দুবাই কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার। কেন্দ্র পরিদর্শন শেষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের কমার্শিয়াল কাউন্সেলর আশিষ কুমার সরকার বলেন, অত্যন্ত মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশের সঙ্গে মিল রেখে একই দিনে পরীক্ষা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শিক্ষার্থীরা। প্রবাসে বেড়ে ওঠা প্রজন্ম তাদের নিজ দেশের পাঠক্রমের সঙ্গে বেড়ে উঠছে, যা আমাদের জন্য আশা জাগানিয়া।