ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ২ দিন বন্ধ চাঁনখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যা: ট্রাইব্যুনালের রায় ২০ জানুয়ারি ২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তারেক রহমানের প্রত্যাবর্তনের কর্মসূচি জানাল বিএনপি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সেনা কর্মকর্তা রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

আমাদের বাংলাদেশ রাজনৈতিক ভণ্ড মুক্ত হোক

#

২০ ডিসেম্বর, ২০২৫,  3:15 PM

news image

|| কে হোসাইন || 

ইসলামে মাতৃভূমির বিরোধিতা করা অন্যায়। দেশপ্রেম ইসলামি মূল্যবোধের একটি অংশ, যা মানুষকে নিজের দেশ ও জনগণের প্রতি দায়িত্বশীল হতে শেখায়। 

স্বদেশপ্রেম মানব প্রকৃতির অংশ। অসংখ্য হাদিস থেকে দেশপ্রেমের নির্দেশনা রয়েছে। হিজরতের সময় প্রিয় #মাতৃভূমি মক্কা মুকাররমা ছেড়ে যাওয়ার সময় মহানবী (সা:) অশ্রুসিক্ত হন এবং পবিত্র এ ভূমিকে সম্মোধন করে বলেন, ‘আল্লাহর শপথ।  তুমি (মক্কা) আল্লাহর গোটা জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ, দুনিয়ার সব ভূমির মধ্যে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহর শপথ, তোমার থেকে আমাকে বের করে দেওয়া না হলে আমি চলে যেতাম না।’ (নাসায়ি শরিফ, হাদিস - ৩১০৮)।

নিজ মাতৃভূমি'কে নবী (সা:) এতোটাই ভালোবাসতেন যে, শত কষ্ট দেওয়া সত্ত্বেও যিনি সবসময় উম্মতের কল্যাণের জন্য দোয়া করতেন। সেই তিনিই ওই জালিম লোকদের জন্য বদদোয়া করেছেন। মহানবী (সা:) বলেন, ‘হে #আল্লাহ, আপনি শায়বা ইবনু রাবিআ, উতবা ইবনু রাবিআ এবং উমাইয়া ইবনু খালফের প্রতি অভিশাপ বর্ষণ করুন। যেমনি ভাবে তারা আমাদের মাতৃভূমি থেকে বের করে মহামারির দেশে ঠেলে দিয়েছে।’ (সহিহ বুখারি, হাদিস : ১৮৮৯)। 

ধর্মীয় কারণে ১৯৪৭ এ ভারত বিভক্তি এবং ১৯৭১এ পাকিস্তান এর বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল মাতৃভাষা বাংলা ও বাঙালি নাগরিকদের অধিকার আদায় করতে। 

যারা মাতৃভূমির স্বার্থে সাধারণ জনগণ এর অধিকার ও সন্মান আদায়ের করতে গিয়ে নিহত হয়েছেন, আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) তাদের সকলকে (শহীদ) শাহাদাতের মর্যাদা দিয়েছেন।

দরদী নবী মুহাম্মদ (সাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি তার সম্পদ রক্ষার জন্য জীবন দিল সে শহীদ। যে ব্যক্তি তার মাতৃভূমি রক্ষার জন্য নিহত হলো সে শহীদ। যে ব্যক্তি তার জীবন ও ধর্ম রক্ষার জন্য জীবন দিল সে শহীদ। যে ব্যক্তি তার পরিবার, আত্মীয়স্বজন রক্ষার জন্য জীবন দিল সে শহীদ’। (আবু দাউদ ও তিরমিজি) 

মাতৃভূমি বাংলাদেশ প্রেমী আত্মত্যাগী সকল শহীদ আমাদের বাঙালি মুসলিম জাতি'র শ্রেষ্ঠ সন্তান। আমাদের মাতৃভূমি এবং জাতির স্বাধীনতা রক্ষা  করতে গিয়ে যারা নিজের জীবন উৎসগ করেছেন। সেই সকল সূর্য সন্তানদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রইলো।  বাংলাদেশ চিরতরে রাজনৈতিক মুনাফেক ও দেশদ্রোহী মুক্ত হোক, আমিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম