ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে যে ফল হলে সুপার ফোরে উঠবে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৫,  11:06 AM

news image

আফগানিস্তানকে হারিয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করেছে বাংলাদেশ। এই জয়ের ফলে আফগানিস্তানকে টপকে আপাতত পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। দুই ম্যাচে দুটি জয় পাওয়া শ্রীলঙ্কারও পয়েন্ট ৪। তবে নেট রান রেটের দিক দিয়ে শ্রীলঙ্কা অনেক এগিয়ে আছে বাংলাদেশের চেয়ে। বর্তমানে শ্রীলঙ্কার নেট রান রেট ‍+১.৫৪৬, আর বাংলাদেশের ‍-০.২৭০। অন্যদিকে আফগানিস্তানের নেট রান রেট ‍+‍২.১৫০। এখন গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা যদি জয়ী হয়, তবে বাংলাদেশ নিশ্চিতভাবেই উঠবে সুপার ফোরে। কারণ, তখন শ্রীলঙ্কা ও বাংলাদেশ—এই দুই দলই হবে টেবিলের শীর্ষ দুই দল, এবং নেট রান রেট তখন আর কোনো সমস্যা হবে না। এমনকি যদি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তাহলেও বাংলাদেশই যাবে সুপার ফোরে, কারণ পয়েন্ট টেবিলে আফগানিস্তান পিছিয়ে থাকবে।

‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকা:

দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রান রেট

শ্রীলঙ্কা ‍+১.৫৪৬

বাংলাদেশ -০.২৭০

আফগানিস্তান ‍+‍২.১৫০

হংকং -২.১৫১

তবে যদি আফগানিস্তান জিতে যায়, তাহলে নবী-রশিদরাই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠবে সুপার ফোরে। তখন বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে নেট রান রেটের ভিত্তিতে নির্ধারণ করা হবে কে যাবে শেষ চারে। এই হিসাবে শ্রীলঙ্কা অনেকটা এগিয়ে আছে। উদাহরণস্বরূপ, যদি গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করে ২০০ রান করে, তাহলে রান তাড়ায় শ্রীলঙ্কাকে করতে হবে মাত্র ১২৮ রান, তাহলেই তারা সুপার ফোরে চলে যাবে। আবার, আফগানিস্তান যদি ১৫০ রান করে, তবে শ্রীলঙ্কার করতে হবে মাত্র ৮৪ রান।অন্যদিকে, শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে, তাহলে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে হলে আফগানিস্তানকে জিততে হবে মাত্র ১১ থেকে ১২ ওভারের মধ্যে। সব মিলিয়ে, বাংলাদেশ সুপার ফোরে যেতে চায়, তাহলে তাদের এখন প্রার্থনা করতে হবে, যেন শ্রীলঙ্কা জেতে বা ম্যাচটি পরিত্যক্ত হয়। কারণ, আফগানিস্তান যদি জেতে, তাহলে বাংলাদেশের ভাগ্য নির্ভর করবে নেট রান রেটের জটিল হিসাবের ওপর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম