ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

‘ভারতীয় প্রক্সি বাহিনী’র সঙ্গে পাকিস্তানি সেনাদের বন্দুকযুদ্ধ, নিহত ১৪

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ জুন, ২০২৫,  4:16 PM

news image

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে উত্তর ওয়াজিরিস্তানে একটি গোয়েন্দা-ভিত্তিক অভিযান (আইবিও) পরিচালনা করেছে দেশটির সেনাবাহিনী। অভিযানকালে ‘ফিতনা আল খোয়ারিজ’ নামে একটি সন্ত্রাসী গোষ্ঠির সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে তাদের। এতে ১৪ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার (৪ জুন) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে ওই সন্ত্রাসী গোষ্ঠিটিকে ‘ভারতীয় প্রক্সি বাহিনী’ হিসেবে বর্ণনা করা হয়েছে। খবর জিও নিউজের। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখার বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতীয় প্রক্সি বাহিনী ‘ফিতনা আল খোয়ারিজ’-এর উপস্থিতির খবর পেয়ে উত্তর ওয়াজিরিস্তান জেলার দত্ত খেল এলাকায় একটি অভিযান পরিচালিত হয়। সেখানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করে এবং তাদের মধ্যে ১৪ জনকে গুলি করে হত্যা করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই এলাকায় ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী নির্মূল করার জন্য ‘স্যানিটাইজেশন অভিযান’ পরিচালিত হচ্ছে। অভিযানের পর নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, সন্ত্রাসী এবং মানবতার শত্রুদের ঘৃণ্য উদ্দেশ্য চূর্ণ করা হবে। নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্বের সৌজন্যে আমরা সন্ত্রাসবাদকে নির্মূল করব। সরকার এবং নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ। সন্ত্রাসবাদের হুমকি দমনের জন্য নিয়মিত এ ধরনের গোয়েন্দা অভিযান পরিচালনা করছে পাকিস্তান সেনাবাহিনী। ইসলামাবাদ-ভিত্তিক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) প্রকাশিত মাসিক নিরাপত্তা মূল্যায়ন অনুসারে, পাকিস্তানে মে মাসে ৮৫টি জঙ্গি হামলা রেকর্ড করা হয়েছে। এপ্রিলে এই সংখ্যা ছিল ৮১টি। এই ঘটনাগুলোতে মোট ১১৩ জন নিহত হন, যার মধ্যে ৫২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ৪৬ জন বেসামরিক ব্যক্তি, ১১ জন জঙ্গি এবং চারজন শান্তি কমিটির সদস্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম