ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

১০ লাখ গাজাবাসীকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা আমেরিকার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মে, ২০২৫,  11:02 AM

news image

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনে গোপনে আলোচিত এই পরিকল্পনাটি বর্তমানে যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনাধীন রয়েছে।  এনবিসি’কে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিষয়টির সঙ্গে সরাসরি যুক্ত দুই ব্যক্তি এবং একজন সাবেক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই লিবিয়ার নেতৃত্বের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তাদের মতে, এটি নিছক ধারণা নয়, বরং কূটনৈতিক স্তরে এর বাস্তবায়ন নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, এই পুনর্বাসনের প্রস্তাবনার বিনিময়ে যুক্তরাষ্ট্র লিবিয়াকে দীর্ঘদিন আগে জব্দ করে রাখা কয়েক বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করে দেওয়ার পরিকল্পনা করেছে। এসব তহবিল এক দশকেরও বেশি সময় ধরে হিমায়িত অবস্থায় রয়েছে। এই আর্থিক সুবিধার বিনিময়েই ফিলিস্তিনি শরণার্থীদের লিবিয়ায় গ্রহণে সম্মত হওয়ার কথা লিবিয়ার নেতৃত্বের কাছে তুলে ধরা হয়েছে। মার্কিন এই পরিকল্পনার বাস্তবায়ন হলে এটি মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার ভূ-রাজনৈতিক চিত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ফিলিস্তিনি জনগণের ভবিষ্যৎ, গাজার স্থিতিশীলতা এবং লিবিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা- এই তিনটি বিষয়ই এই পরিকল্পনার বাস্তবতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যুক্তরাষ্ট্র বা লিবিয়ার সরকার রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে মানবাধিকার সংগঠনগুলো এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, ফিলিস্তিনিদের এমনভাবে স্থানান্তর একটি মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে এবং এটি তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার হরণ করবে। এই পরিকল্পনার ভবিষ্যৎ কী হবে তা সময়ই বলবে, তবে একে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিতর্ক ইতোমধ্যে শুরু হয়েছে। সূত্র: এনবিসি নিউজ, রয়টার্স, স্কাই নিউজ, টাইমস অব ইসরায়েল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম