ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ ইইউ প্রতিনিধি দলের রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১১ সরকারি চাকরিজীবীদের পেনশনে সুযোগ-সুবিধা বাড়ছে লি‌বিয়া থে‌কে আজ দেশে ফিরেছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি রংপুরে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু, আক্রান্ত কমপক্ষে ৫০ পাঠ্যবই ছাপার আগেই ৭শ টন কাগজ বাতিল গাজায় হাসপাতালের এলাকা লক্ষ্য করে হামলা, নিহত ১৯ আজ বিশ্ব বাঁশ দিবস চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি নিজেকে আধুনিকায়ন করেছে : তারেক রহমান নরসিংদীর চরাঞ্চলে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

হত্যা মামলায় পুলিশ সুপার তানভীর সালেহীন ৭ দিনের রিমান্ডে

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২৫,  1:01 PM

news image

রাজধানীর নিউমার্কেট থানার ওয়াদুদ হত্যা মামলায় পুলিশ সুপার তানভীর সালেহীনকে ৭ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন আদালতে হাজির করে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিউমার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার। অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম পুলিশ সুপার তানভীর সালেহীনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১১ ফেব্রুয়ারি রাতে রাজশাহীর সারদার পুলিশ একাডেমি থেকে তানভীর সালেহীনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সেই সঙ্গে রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আদালত। নিউমার্কেট থানার মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকেল ৫টার দিকে নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন ব্যবসায়ী ওয়াদুদের আত্মীয় আব্দুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম