ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম স্বাস্থ্য খাতে ‘দুর্নীতির হোতা’ মিঠু ৫ দিনের রিমান্ডে দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন নাহিদ ফরিদগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সিএনএন-নিউ ইয়র্ক টাইমস একত্রিত হয়ে চরম মিথ্যাচার করেছে: ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুন, ২০২৫,  10:55 AM

news image

ইরানে হামলার সফলতা

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ)। পেন্টাগনের গোপন বিশ্লেষণে উঠে এসেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তা স্থায়ী নয়। কেবল ৬ থেকে ৯ মাসের জন্য পিছিয়ে যেতে পারে। এই তথ্য ফাঁসের খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব তথ্যকে মিথ্যা দাবি করে উড়িয়ে দিয়েছেন তিনি। ট্রুথ সোশালে এক পোস্টে তিনি লিখেছেন, ‘ফেইক নিউজ সিএনএন, ব্যর্থ নিউ ইয়র্ক টাইমসের সাথে একত্রিত হয়ে ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযানের মানহানি করতে চাচ্ছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়েছে! টাইমস আর সিএনএন দুটোই জনসাধারণের কাছ থেকে তীব্র সমালোচনা পাচ্ছে!’ ট্রাম্প প্রশাসন দাবি করে আসছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়েছে। তবে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে, হামলার পরও ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি। এদিকে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে গোপন গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনাকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ফক্স নিউজকে তিনি বলেন, ‘এটা জঘন্য, এটা রাষ্ট্রদ্রোহিতা, এবং এ নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত। যারা দায়ী, তাদের শাস্তি পেতে হবে।’ তিনি দাবি করেন, ক্ষয়ক্ষতির সব রিপোর্ট তিনি পড়েছেন এবং এতে কোনো সন্দেহ নেই যে যুক্তরাষ্ট্র যে তিনটি পারমাণবিক স্থাপনা আঘাত করেছে, সেগুলো ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ হয়েছে। ট্রাম্পও উইটকফের বক্তব্য সমর্থন করে ট্রুথ সোশালে ফক্স নিউজের ওই সাক্ষাৎকারের একটি অংশ শেয়ার করেছেন। এতে উইটকফকে উদ্ধৃত করে ট্রাম্প লিখেছেন, ‘আমরা ফোর্ডোতে ১২টি বাংকার বাস্টার বোমা ফেলেছি। কোনো সন্দেহ নেই, সেটার ছাদ ভেদ করেছে এবং পুরোপুরি ধ্বংস হয়েছে। কাজেই যে রিপোর্টগুলো বলছে আমরা লক্ষ্য পূরণ করতে পারিনি, তা সম্পূর্ণ হাস্যকর।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম