ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ২ দিন বন্ধ চাঁনখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যা: ট্রাইব্যুনালের রায় ২০ জানুয়ারি ২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তারেক রহমানের প্রত্যাবর্তনের কর্মসূচি জানাল বিএনপি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সেনা কর্মকর্তা রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

সাড়ে ৩ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের প্রজ্ঞাপন জারি

#

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০২৫,  11:15 AM

news image

সাড়ে ৩ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন নিয়োগ করা সিনিয়র স্টাফ নার্সদের পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় কর্তৃক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখের প্রজ্ঞাপনমূলে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীন 'সিনিয়র স্টাফ নার্স' পদে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১/৬০০০-৩৮-৬৪০/- বেতনক্রমে নব-নিয়োগপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সগণকে মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নবনিয়োগকৃত এবং পদায়নকৃত সিনিয়র স্টাফ নার্সগণকে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পূর্বাহ্নে পদায়নকৃত হাসপাতাল/ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে যোগদান করতে হবে এবং এ ক্ষেত্রে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত যোগদান পত্রের নির্ধারিত নমুনা অনুসরণ করতে হবে।

পদায়নকৃত সিনিয়র স্টাফ নার্সগণের পরবর্তী বদলি/পদায়ন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক সর্বশেষ জারীকৃত নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীন ১০ গ্রেডভুক্ত নার্সদের বদলি নীতিমালা অনুযায়ী সম্পন্ন হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগ প্রাপ্তদেরকে একজন জামানতদারসহ ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এ মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে, যদি তিনি শিক্ষানবিশকালে অথবা শিক্ষানবিশকাল উত্তীর্ণ হওয়ার ৩ (তিন) বছরের মধ্যে চাকরিতে ইস্তফা দেন, তবে প্রশিক্ষণকালে তাকে প্রদত্ত বেতন-ভাতা, প্রশিক্ষণ উপলক্ষে উত্তোলিত অগ্রিম/ভ্রমণ ভাতা/ অন্যান্য ভাতাদি ও তার প্রশিক্ষণের জন্য ব্যয়িত সমুদয় অর্থ ফেরত দিতে তিনি বাধ্য থাকবেন।

চাকরিতে যোগদানকৃত সিনিয়র স্টাফ নার্সগণকে ৩০০/-(তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এই মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে, তিনি নিজের বা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য কোনো যৌতুক নেবেন না এবং কোনো যৌতুক দেবেন না।

নিয়োগকৃত সিনিয়র স্টাফ নার্সগণকে (ক) পুলিশ ভেরিফিকেশন ফর্ম, (খ) পিএমআইএস ফর্ম ও (গ) সম্পদ বিবরণী সংক্রান্ত ফর্ম স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অথবা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সংগ্রহপূর্বক পূরণ করে আগামী ১০ অক্টোবরের  মধ্যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে জমা দিতে হবে এবং পদায়নকৃত সিনিয়র স্টাফ নার্সগণের পদায়নের ক্ষেত্রে কোনো ত্রুটিবিচ্যুতি পরিলক্ষিত হলে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর হতে তা সংশোধন করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম