ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার মেজর সাদিকের স্ত্রী, ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২৫,  1:52 PM

news image

রাজধানীর ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তা‌কে আদাল‌তে পা‌ঠি‌য়ে ৭ দি‌নে‌র রিমান্ড চে‌য়ে‌ছে পু‌লিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। সুমাইয়াকে রিমান্ডে নিতে পুলিশ আবদেন করবে বলেও জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের সঙ্গে প্রাথমিক সংশ্লিষ্টতার অভিযোগে জাফরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে হয়েছেন ২৮ জন। এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে বলেও জানান তালেবুর রহমান। এর আগে গত ৮ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা করে পুলিশ। মামলাটি তদন্ত চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় গত বুধবার রাতে ডিবির একটি দল মেজর সাদিকের স্ত্রী সুমাইয়াকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম