ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

শিশু ধর্ষণচেষ্টা: মাদরাসা শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২২,  2:28 PM

news image

ফেনীর ছাগলনাইয়ায় প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদরাসা শিক্ষক হাফেজ আবু বকরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ওসমান হায়দার এ রায় ঘোষণা করেন। রায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি ফরিদ উদ্দিন হাজারী।

দণ্ডপ্রাপ্ত আসামি আবু বকর ফেনীর ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর গ্রামের আলী নেওয়াজের ছেলে। আসামি আবু বকর জামিনের পর থেকে পলাতক। মামলার নথির বরাত দিয়ে এপিপি ফরিদ উদ্দিন হাজারী আরও জানায়, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর দুপুরে ছাগলনাইয়ায় মাদরাসা ছুটির পর দরজা বন্ধ করে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন আবু বকর। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা করেন। মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন পুলিশ পরিদর্শক আবুল খায়ের শেখ। আদালত এ মামলায় দীর্ঘ শুনানিকালে ১০ জনের সাক্ষগ্রহণ করে রায় ঘোষণা করেন। জামিনে যেয়ে আসামী পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম