ঢাকা ০৩ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত বারহাট্টায় গোপনাঙ্গ কেটে বানানো হচ্ছে হিজড়া, চলছে মাসিক চাঁদাবাজি যেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া কক্সবাজারে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা আগামীকাল: এনসিপি বর্ষায় শাকপাতা খান নিয়ম মেনে খিলগাঁওয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগ সুন্দরবন স্কয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ ছিল, ফায়ার সার্ভিসও সতর্ক করেছিল দেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগ নেই: বাণিজ্য উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন ৫ আগস্ট

রিশাদের ঝলকে পিএসএলের ফাইনালে লাহোর

#

স্পোর্টস ডেস্ক

২৪ মে, ২০২৫,  10:57 AM

news image

ইসলামাবাদ ইউনাইটেডকে ৯৫ রানে হারিয়ে পিএসএলের ফাইনালে লাহোর কালান্দার্স। সাকিব আল হাসান উইকেটশূন্য থাকলেও তিন উইকেট নিয়ে রিশাদ হোসেন ভেঙে চুরমার করে দেন ইসলামাবাদের মিডল অর্ডার। রিশাদ হোসেন তিন ওভারে ৩৪ রান খরচায় নেন তিন উইকেট। তাতে ২০৩ রানের বড় টার্গেটে নেমে ১০৭ রানে থামে ইসলামাবাদ ইউনাইটেড।  আগে ব্যাট করে মোহাম্মদ নাঈম ও কুশল পেরেরার হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ২০২ রান করে লাহোর। সাকিব এদিনও ডাক মারেন। রিশাদ ২ বল খেলে ৫ রানে দলীয় স্কোর দুইশ পার করেন। লক্ষ্যে নেমে সালমানের বলে পাওয়ার প্লেতেই ৩৩ রানে চার উইকেট হারায় ইসলামাবাদ। সাকিব সপ্তম ওভারে বল হাতে নিয়ে ৯ রান দেন। পরের ওভারে রিশাদও খরুচে ছিলেন, দেন ১৪ রান। ইসলামাবাদকে প্রতিরোধ গড়ে দেওয়া সালমান আগাকে দশম ওভারে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন তিনি। তারপর ১২তম ওভারে বল হাতে নিয়ে অধিনায়ক শাদাব খানকে (২৬) ফেরান। তিন বল পর জেমস নিশামকে নিজের তৃতীয় শিকার বানান রিশাদ। শাদাব ও সালমান কেবল দুই অঙ্কের ঘরে রান করেন। ৯৫ রানে সাত উইকেট হারানো ইসলামাবাদ অসহায় আত্মসমর্পণ করে। তারপর নাসিম শাহ ও টাইমাল মিলসকে ফিরিয়ে বড় জয়ের সুবাস পেতে থাকে লাহোর।১৬তম ওভারের প্রথম বলে শাহীন আফ্রিদি হায়দার আলীকে ফিরিয়ে জয় নিশ্চিত করেন। সালমান, রিশাদ ও শাহীন সমান তিনটি করে উইকেট নেন। রিশাদ তিন ওভারে ৩৪ রান দিয়ে সবচেয়ে খরুচে ছিলেন। সাকিব তিন ওভারে ২৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম